বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মনোনয়নপএবাছাইকালে বিভিন্ন অভিযোগে গাজীপুরের ৫টি নির্বাচনী আসনে ১০ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রবিবার মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন। সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধির উপস্থিতিতে যাচাই-বাচাই শুরু করেন, চলে বিকেল পর্যন্ত।
যাদের মনোনয়ন বাতিল হয়েছে সেগুলো হচ্ছে : গাজীপুর-১ আসনে মো: কামাল উদ্দিন সিকদার (আওয়ামীলীগ), মো: হুমায়ূন কবির (মুসলিম লীগ), মো: আলী হোসেন মন্ডল (কৃষক শ্রমিক জনতা লীগ)। গাজীপুর-২ আসনে মো: মাহবুব আলম (জাতীয় পার্টি) ও মো: জয়নাল আবেদীন (জাতীয় পার্টি)। গাজীপুর-৩ আসনে মো: জহিরুল হক মন্ডল বাচ্চু (জাসদ) ও মো: আ: রহমান (কৃষক শ্রমিক জনতা লীগ)। গাজীপুর-৪ আসনে মনির হোসেন (স্বতন্ত্র), মো: মোশারফ হোসেন (জাতীয় পার্টি)। গাজীপুর-৫ আসনে মো: আবু আশরাফ ভূঁইয়া (স্বতন্ত্র)।
হলফনামায় তথ্য গোপন, স্বাক্ষর না থাকা, বিল খেলাপিসহ বিভিন্ন অভিযোগে এদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
গাজীপুরের ৫টি আসনে মোট ৪৯ জন মনোনয়নপত্র দাখিল করেছিল।
বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পরও কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এই পর্বের পর ১০ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। এর পর আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এর আগে ৮ নভেম্বর নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।