Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ডা. জাহিদসহ ৩৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ৬:৫৮ পিএম

ময়মনসিংহের ১১ টি আসনে ১১৬ জন প্রার্থীর মধ্যে দন্ডপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনসহ ৩৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সুভাষ চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হচ্ছেন- ময়মনসিংহ-১ আসনে মো. আনোয়ার হোসেন (আ'লীগের বিদ্রোহী), ময়মনসিংহ-২ আসনে এমদাদুল হক খান (জাতীয় পার্টি), আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র), আবুল বাশার আকন্দ (বিএনপি)। ময়মনসিংহ-৩ আসনে আহাম্মদ তায়েবুর রহমান (বিএনপি), আব্দুল মতিন (ন্যাপ), আলী আহাম্মদ খান পাঠান (আ'লীগের বিদ্রোহী), নাজনীন আলম (আ'লীগের বিদ্রোহী), শরীফ হাসান (আ'লীগের বিদ্রোহী), মুর্শেদুজ্জামান সেলিম (আ'লীগের বিদ্রোহী), একেএম আব্দুর রফিক (আ'লীগের বিদ্রোহী), মো. মতিউর রহমান (আ'লীগের বিদ্রোহী), সামীউল আলম (আ'লীগের বিদ্রোহী), গোলাম মোস্তফা (আ'লীগের বিদ্রোহী)।
ময়মনসিংহ-৪ আসনে ডা. এজেডএম জাহিদ হোসেন (বিএনপি) কামরুল ইসলাম মো. ওয়ালিদ (বিএনপি), আবু সাঈদ মহিউদ্দিন (মুসলিম লীগ)। ময়মনসিংহ-৫ আসনে জহিরুল ইসলাম (জাকের পার্টি), সোহেল মিয়া (কৃষক শ্রমিক জনতা লীগ), মো. আমজাদ হোসেন (খেলাফত আন্দোলন)। ময়মনসিংহ-৬ আসনে চৌধুরী মো. ইসহাক (জেএসডি)। ময়মনসিংহ-৭ আসনে জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান, বিএনপি, এমএ আব্দুর রাজ্জাক খান (স্বতন্ত্র)। ময়মনসিংহ ৮ আসনে এম এ বাশার (এলডিপি), রুহুল আমিন, (বিএনপি'র বিদ্রোহী) মো. হাবিবুল্লাহ, (ইসলামি আন্দোলন), মাহমুদ হাসান সুমন (স্বতন্ত্র)। ময়মনসিংহ-৯ আসনে মো. আব্দুল কাদির (স্বতন্ত্র) আলমগীর কবির (কৃষক শ্রমিক জনতালীগ), মো. শহিদুল্লাহ (স্বতন্ত্র)। ময়মনসিংহ-১০ আসনে ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল (আ'লীগ বিদ্রোহী), মজিবুর রহমান (জাতীয় পার্টি), হাবিবুল্লাহ বেলালী (স্বতন্ত্র)। ময়মনসিংহ-১১ আসনে এসএম আশরাফুল হক (স্বতন্ত্র), মো. আমানউল্লাহ সরকার (ইসলামি আন্দোলন)।
রিটার্নিং কর্মকর্তা ড. সুভাষ চন্দ্র বিশ্বাস আরো জানান, ডা: জাহিদের দন্ড থাকায় এবং পাঁচ জন উপজেলা চেয়ারম্যান লাভজনক পদে থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। একই সাথে হলফনামায় ভুল, স্বাক্ষর না থাকা, ঋণ খেলাপি ও গ্যাস বিল বকেয়া সহ নানা কারনে অন্যদের মনোনয়ন বাতিল হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ