Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক ) আসনে ১০জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ৬:০৪ পিএম

পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: জমিস উদ্দিন পাবনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যাচাই-বাছাই শেষে বৈধতার ঘোষণা দেওয়া শুরু করেছেন। পাবনা-১ নির্বাচনী আসন(সাঁথিয়া-বেড়া) সংসদ নির্বাচনে হেভি ওয়েট প্রার্থীদের মনোনয়নসহ ১০জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা দিয়েছেন। তাঁরা হলেন, সদ্য গণফোরামে যোগ দেওয়া ঐক্যফ্রন্ট প্রার্থী সাবেক আওয়ামীলীগ নেতা, এম.পি ও তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ, এই আসনের বর্তমান এম.পি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. শামসুল হক টুকু,(নৌকা প্রতীক) মাও: মতিউর রহমান নিজামীর পুত্র স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, জাতীয় পার্টির সরদার শাজাহান, বিএনপি’র সালাহ উদ্দিন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর সাহেব সমর্থিত ) মুফতি আব্দুল মতিন, বেড়া উপজেলা জামায়াতের আমীর ডা: আব্দুল বাসেত খান (স্বতন্ত্র), ওয়াকার্স পার্টির নজরুল ইসলাম,ন্যাশনাল পিপলস পার্টির শাকাওয়াত হোসেন, এবং গণ সংহতির জুলহাস নাঈন।মাও: নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বিদেশ থাকায় তাঁর সাক্ষর নিয়ে প্রশ্ন উথ্থাপন হয় । জেলা রিটার্নিং কর্মকর্তা কর্মকর্তা সিইসি’র নির্দেশনা মোতাবেক ছো-খাটো ভুল ক্রটি ধর্তব্যের মধ্যে নেননি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ