Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

নাটোরে বিএনপি নেতা দুলু বাদ, টিকলেন স্ত্রী

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ৩:৩৪ পিএম

নাটোরে চারটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে।

আজ রোববার সকাল ১০টার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহ রিয়াজের নেতৃত্বে শুরু হয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ। এ সময় অধিকাংশ প্রার্থী উপস্থিত ছিলেন।

বাছাই শেষে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে তার স্ত্রী সাবিনা ইয়াসমীন ছবির মনোনয়নপত্র গৃহীত হয়েছে।

এ ছাড়া নাটোর-৪ আসনে জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা, জামায়াত নেতা দেলোয়ার হোসেন খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে টেকেনি জাসদ ও মুসলীম লীগের প্রার্থীর মনোনয়নপত্রও।

নাটোর-১ আসনে সাম্যবাদী দলের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ