Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে ৪টি আসনে বর্তমান সংসদ সদস্য এমএ আউয়ালসহ ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৪০ প্রার্থীর মনোনয়ন বৈধ

লক্ষ্মীপুর আঞ্চলিক অফিস | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ৩:১৮ পিএম

লক্ষ্মীপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স জোটের (জাকের পার্টি) লায়ন এমএ আউয়ালসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃত অন্যরা হচ্ছেন, ১ আসন থেকে স্বতন্ত্র মাহাবুল আলম,২ আসনে জামায়াতের আমীর ও স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন ভূইয়া, ফয়েজ ভূইয়া, ৪ আসনে আবদুল মতিন চৌধুরী ও খালেদ সাইফুল্লাহ। বিদ্যুৎ বিল বকেয়া,ঝণখেলাপী ও কাগজপত্র সঠিক না থাকায় যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানিয়েছেন জেলা রিটািনং অফিসার ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।


অপরদিকে সকল কাগজপত্র সঠিক থাকায় লক্ষ্মীপুর ১ আসনে আওয়ামীলীগ প্রার্থী আনোয়ার হোসেন খাঁন, বিএনপি প্রার্থী হারুনুর রশিদ,২০দলীয় জোটের প্রার্থী এলডিপির শাহাদাত হোসেন সেলিম, ২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূইয়া,হারুনুর রশিদ ভিপি হারুন, মহাজোট থেকে এমএ নোমান, ৩ আসনে আওয়ামীলীগ প্রার্থী একেএম শাহজাহান কামাল, গোলাম ফারুক পিংকু,বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সাহাবুদ্দিন সাবু, ৪ আসনে জেএসডির সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা আসম আবদুর রব, আওয়ামীলীগ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও বিকল্পধারার মহাসচিব মেজর(অবঃ) আবদুল মান্নানসহ ৪০জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ