বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রাথমিক বাছাইয়ে চট্টগ্রামের বিএনপির বেশ কয়েক জন হেভিঅয়েট প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তাদের মধ্যে আছেন চট্টগ্রাম-৮(চান্দগাঁও-বোয়ালখালী) আসনে প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে অপর ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও তার পুত্র ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আরেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। একই আসনে তার পুত্র সামির কাদের চৌধুরীর মনোনয়ন পত্রও বাতিল করা হয়েছে।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম-৭(রাঙ্গুনীয়া) আসনেও প্রার্থী হয়েছিলেন। সে আসনের মনোনয় পত্রও বাতিল করা হয়। এছাড়া চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড)আসনে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মনোননয় পত্রও বাতিল করা হয়েছে।
তবে সকটি আসনেই বিএনপির একাধিক বিকল্প প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। একই সাথে এসব আসনে মহাজোটের প্রার্থীদের মনোনয়ন পত্রও বৈধ ঘোষণা করা হয়। ঋণখেলাপি ও বিভিন্ন মামলায় সাজার কারণে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বলা হয়েছে। তবে এসব প্রার্থীরা এবিষয়ে আপিল করার সুযোগ পাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।