Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ৭ প্রার্থীর মধ্যে ৩ প্রার্থীকেই চিনেন না ভোটাররা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ২:৫১ পিএম

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে সাতজন প্রার্থীর মধ্যে তিনজন প্রার্থীকেই চিনেন না বলে জানিয়েছেন ভোটাররা। এই আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সব রাজনৈতিক দল সরব রয়েছে। ভোটারদের দাবি- এখানে নৌকা ও ধানের শীষের মধ্যেই মুল প্রতিদ্বন্দ্বিতা হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সহকারী রিটার্নিং অফিসার চৌধুরী রওশন ইসলামের নিকট মোট ৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে রয়েছে- আওয়ামী লীগের একজন, বিএনপির তিনজন, বিএনএফের একজন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের একজন ও স্বতন্ত্র প্রার্থী একজন। মনোনয়ন দাখিলকারীরা হলেন- আওয়ামী লীগের ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, বিএনপির অধ্যাপক শাহজাহান মিঞা, বেলাল ই-বাকী-ইদ্রিশী, সৈয়দ শাহীন শওকত, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনিরুল রহমান মনিউর, বিএনএফের নূরুল ইসলাম জেন্টু ও স্বতন্ত্র প্রার্থী নবাব মো. শামশুল হোদা। এর মধ্যে মনিরুল রহমান মনিউর, নূরুল ইসলাম জেন্টু ও নবাব মো. শামশুল হোদাকে চিনেন না ভোটাররা। মনোনয়নপত্র দাখিলের আগে তাদেরকে দলের পক্ষ থেকে কোন সভা, সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানেও দেখা যায়নি। এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নূরুল ইসলাম জেন্টুর সঙ্গে দুজন সমর্থক থাকলেও স্বতন্ত্র প্রার্থী নবাব মো. শামশুল হোদা একাই উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করেন। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এই দুজন প্রার্থী জানায়, বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীদের পরাজিত করার মতো তাদের নিজস্ব ভোটার ও সমর্থক রয়েছে। ফলে জয়ের আসা নিয়েই তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অংশ নিয়েছেন। এছাড়া ওইজন প্রার্থী মনোনায়নপত্র জমা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় কয়েকজন ব্যক্তির কাছে জানতে চাওয়া হয়- দুজন ব্যক্তিকে কেউ চিনেন কি-না? এ সময় উপস্থিত সবাই জানায়, কেউ তাদের চিনেন না। পরে উপস্থিত লোকজনকে তাদের পরিচয় এমপি প্রার্থী জানালে সবাই এক পলক তাদের দিকে তাকিয়ে থাকে। বিএনএফের প্রার্থী নূরুল ইসলাম জেন্টু উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাসিন্দা ও নবাব মো. শামশুল হোদা পার্শ্ববর্তী শ্যামপুর ইউনিয়নের বাসিন্দা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ