Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরের ৬টির মধ্যে ৪টি আসনে দুপুর পর্যন্ত ১৩টি মনোনয়ন বাতিল

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ২:১৮ পিএম

যশোরের ৬টি আসনের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় দুপুর পর্যন্ত ৪টি আসনের ৪৫ জন প্রার্থীর মধ্যে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।স্থগিত রয়েছে ৬টি। বৈধ ঘোষণা করা হয়েছে ২৬ জনকে।
যাচাই-বাছাইতে যশোর-১ (শার্শা) আসনে ছয় প্রার্থীর মধ্যে চারজনকে বৈধ ও দুইজনকে অবৈধ, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে সাতজনকে বৈধ ও ছয়জনকে অবৈধ ও দুইজনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। যশোর-৩ (সদর) আসনে ছয়জনকে বৈধ, তিনজনকে অবৈধ ও দুইজনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে নয়জনকে বৈধ, দুইজনকে অবৈধ ও দুইজনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। যশোরের বাকি দুটি আসনের প্রার্থীদের যাচাই-বাছাই ও স্থগিতদের ব্যাপারে দুপুর তিনটায় কার্যক্রম ফের শুরু হবে বলে রিটার্ণিং অফিসারের দপ্তর থেকে জানা গেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ