বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সীমান্তবর্তী সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জামায়াতের মনোনয়নে বাধা হয়ে দাঁড়িয়েছেন বিএনপি সমর্থিত ব সাবেক ছাত্রনেতা মামুনুর রশীদ মামুন। তিনি দাবী করেছেন জামাতের জন সমর্থন নেই, জামায়াত প্রার্থীকে এ আসন থেকে বিরোধী জোটের মনোনয়ন দেওয়া হলে আওয়ামী লীগ কে আসন উপহার দেওয়ার সামিল হবে ।
এ আসনের ভোটাররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। বিএনপির প্রার্থী মামুনুর রশীদ মামুন শনিবার সন্ধ্যা ৭টায় দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভায় সিলেট-৫ আসনের নির্বাচনী পরিস্থিতি তুলে ধরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, সিলেট-৫ আসনে জামায়াতের কোন জন সমর্থন নেই এবং সাংগঠনিক ভাবে অত্যন্ত দূর্বল যা আপনারা সবাই জানেন। ভোটারদের মতামত ও জনপ্রিয়তা যাচাই করে ঐক্যফ্রন্ট থেকে তাকে চুড়ান্ত মনোনয়ন দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয় জোটের নেতাকর্মী তার পিছনে ঐক্যবদ্ধ রয়েছে বলে তিনি জানান। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে মুক্ত করার জন্য আন্দোলনের অংশ হিসাবে ঐক্যফ্রন্ট ও বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করছে।
নির্বাচনী মাঠে বিরোধী দল কে সভা সমাবেশ ও প্রচার প্রচারণার সুযোগ দেওয়া হলে এ আসনে বিএনপির বিজয় নিশ্চিত বলে বিএনপি প্রার্থী মামুনুর রশিদ জানান।
মামুনুর রশীদ মামুন আরো বলেন, বিগত ১০ বছরে শান্তির জনপদ কানাইঘাট ও জকিগঞ্জে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জন্য ৭৮টি মিথ্যা মামলা দিয়ে দলের শত শত নেতাকর্মী ও সমর্র্থকদের গ্রেফতার, নির্যাতন করা হয়েছে। আমাদের কে কোন ধরনের সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি আমরা এর অবসান চাই কানাইঘাট-জকিগঞ্জে রাজনৈতিক দলের মধ্যে সম্প্রীতির বন্ধন চাই। সবাই মিলে এলাকার উন্নয়ন করতে চাই। নির্বাচন কে সামনে রেখে স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহবান জানিয়ে তিনি বলেন, পুলিশ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের কারো ভাই ও স্বজন হবেন। প্রশাসনের সাথে আমাদের কোন বিরোধ নেই। বিগত ৫ বছরে কানাইঘাটে একজন বিএনপি কর্মী ও সমর্থক রাষ্ট্র বিরোধী কার্যকলাপের জড়িত থেকেছেন তার প্রমান কেউ দিতে পারবেনা।
সিলেট-৫ আসনে উৎসব মূখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভয়ভীতির উর্দ্ধে উঠে সর্বস্থরের ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এজন্য নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন কে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, কানাইঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসনের সাথে আমি মতবিনিময় করেছি। তারা আমাদের আশ্বাস দিয়েছেন, অবাধ শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচনের জন্য সকল প্রার্থী কে সমান সুযোগ নিশ্চিত করা হবে। আমরা প্রশাসনের কাছে সেই প্রত্যাশা কামনা করছি।
মতবিনিময় কালে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক দিদার ইবনে লস্কর, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. ইয়াকুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর শরীফুল হক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে বিএনপি সমর্থিত প্রার্থী মামুনুর রশিদ মামুন দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন। উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহির চৌধুরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।