Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ভোটাররা বিজয়ে ফ্যাক্টর হতে পারে

পটুয়াখালীতে নতুন ভোটার এক লাখ ৬৮ হাজার ৪৮১ জন

পটুয়াখালী থেকে মো. জাকির হোসেন | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সর্বদক্ষিণে নদীমাতৃক জেলা পটুয়াখালীতে মোট ভোটারের সংখ্যা ১১ লাখ ৯২ হাজার ৫৪৭ জন। পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনে এবারে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা পাঁচ লাখ ৯৬ হাজার ৩২৩ জন এবং মহিলা ভোটারের সংখ্যা পাঁচ লাখ ৯৬ হাজার ২২৪ জন। বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ১০ লাখ ২৪ হাজার ৬৬ জন। এবারের নির্বাচনে নতুন ভোটার বৃদ্ধি পেয়েছে এক লাখ ৬৮ হাজার ৪৮১ জন।

পটুয়াখালী জেলার আটটি উপজেলাকে চারটি সংসদীয় এলাকায় ভাগ করা হয়েছে। এর মধ্যে ১১১ পটুয়াখালী -১ সদর আসন সদর, দুমকী, ও মির্জাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এ আসনে ১৫৩টি কেন্দ্রে ৭৮২টি ভোটকক্ষে তিন লাখ ৯৩ হাজার ১৪৫ জন পুরুষ ও মহিলা ভোটার তাদের ভোট দেবেন। ১১২ পটুয়াখালী-২ বাউফল উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনে ১০৮টি ভোটকেন্দ্রে ৫০৬টি ভোট কক্ষে দুই লাখ ৫১ হাজার ৮৫৮ জন পুরুষ ও মহিলা তাদের ভোট দেবেন। ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা ও দশমিনা এ দুই উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনে ১১৮টি ভোটকেন্দ্রের ৫৯৬টি ভোটকক্ষে দুই লাখ ৯৮ হাজার ৪৯৮ জন পুরুষ ও মহিলা ভোটার তাদের ভোট দেবেন। ১১৪ পটুয়াখালী-৪ কলাপাড়া ও রাঙ্গাবালী এই দুই উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনে ১১০টি ভোটকেন্দ্রে ৪৯৮টি ভোটকক্ষে দুই লাখ ৪৯ হাজার ৪৬ জন পুরুষ ও মহিলা ভোটার তাদের ভোট দেবেন।

গত দশম জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবারে চারটি আসনে নতুন ভোটার বৃদ্ধি পেয়েছে এক লাখ ৬৮ হাজার ৪৮১ জন। এর মধ্যে মহিলা ভোটার ৭৭ হাজার ৫১৬ জন এবং পুরুষ ভোটার ৯০ হাজার ৯৬৫ জন। বৃদ্ধি পাওয়া এ পুরুষ ও মহিলা ভোটারদের ভোট একটি বড় ফ্যাক্টর হিসাবে কাজ করবে নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মধ্যে। নতুন ভোটারদের আকৃষ্ট করতে সম্ভাব্য প্রার্থীরা তাদের দলের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়ও বিগত বিভিন্ন পর্যায়ের নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এবারে নির্বাচনেও নতুন ভোটারদের মধ্যে মহিলাদের হারও উল্লেখযোগ্য পর্যায় রয়েছে।

এবারের নির্বাচনে নতুন ভোটার হওয়া আশীষ হ্রদয় জানান, তিনি নতুন ভোটার হয়েছেন, প্রথমবারের মতো ভোট দেয়ার একটা আলাদা অনুভ‚তি কাজ করছে তার মধ্যে। যারা দেশের মঙ্গলে এবং এলাকার উন্নয়নে কাজ করবেন, তাদের তিনি ভোট দিতে চান। নতুন ভোটার হওয়া মহিলা ভোটার খায়রুন নাহার জানান, প্রথমবারের মতো ভোট দেরার একটা উদ্বিগ্নতা কাজ করছে তার মধ্যে। তার প্রত্যাশা, নিজের ভোটটি যেন নিজে দিতে পারেন। সুশীল সমাজের প্রতিনিধি অ্যাডভোকেট আনোয়র পারভেজ জানান, এবারের নির্বাচনে নতুন ভোটাররা প্রার্থীদের বিজয়ে একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সব দলের জন্যই। কারণ তারা এখন অনেক বেশি সচেতন। তারা সবকিছুই বিচার করেন পরিসংখ্যান দিয়ে, বাস্তবতার আলোকে, আবেগ দিয়ে নয়। জণগনের প্রত্যাশা, একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ