Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

লক্ষ্মীপুরে ভুয়া চক্ষু চিকিৎসক গ্রেফতার

লক্ষ্মীপুর আঞ্চলিক অফিস | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৮, ৯:১৭ পিএম

লক্ষ্মীপুরের ডিবি পুলিশ চক্ষু চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে ভুয়া চিকিৎসক গাজী জাহাঙ্গির আলম মিঠুকে (৪৮) গ্রেফতার করেছে। আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের হাসপাতাল রোডস্থ নিউ আধুনিক হাসপাতাল সংলগ্ন গণকল্যাণ প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্রে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ওই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে প্রতারণা অভিযোগে মামলা দায়ের করে তাকে সদর থানায় হস্তান্তর করেন।
গ্রেফতারকৃত গাজী জাহাঙ্গির আলম সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত বশির উল্লাহ মাষ্টারের ছেলে। সে ওই চিকিৎসা কেন্দ্রের কো-অর্ডিনেটর।
লক্ষ্মীপুর জেলা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মো. মোক্তার হোসেন জানান, গণকল্যাণ নামে চিকিৎসা কেন্দ্র খুলে ত্রিশ টাকার চিকিৎসা সেবার নামে ভুয়া চিকিৎসক গাজী জাহাঙ্গির আলম মিঠু চক্ষু অপারেশন করে। এছাড়াও প্রতারণার মাধ্যমে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়। বিষয়টি লক্ষ্মীপুর পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিনের দৃষ্টিগোচর হলে আজ শনিবার দুপুরে পুলিশ সুপারের নির্দেশে ওই চক্ষু চিকিৎসা কেন্দ্রে অভিযানে যায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এক পর্যায়ে চিকিৎসা রত অবস্থায় ওই ভুয়া চিকিৎসক গাজী জাহাঙ্গির আলম মিঠুকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় তার ভুয়া ডাক্তারি সিলসহ অন্যান্য সরঞ্জাম। এসময় চিকিৎসার নামে তার বিরুদ্ধে অসংখ্য প্রতারণার অভিযোগ উঠে আসে। পরে বিকেলে প্রতারণা আইনে মামলা দায়েরের পর তাকে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
প্রসঙ্গ, গণকল্যাণ প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র খুলে প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত দরিদ্রদের ৩০ টাকার বিনিময়ে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ দেয়ার প্রচার করে। অথচ দীর্ঘদিন থেকে ওই কেন্দ্রের দায়িত্বে থাকা কো-অর্ডিনেটর গাজী জাহাঙ্গির হোসেন নিজেই ডাক্তার সেজে রোগীদের ব্যবস্থাপত্র দেয়। এমনকি চক্ষু অপারেশনের নামে প্রতারণা করে বিভিন্ন রোগীদের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভুয়া চিকি‌ৎসক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ