ডিপিএইচই’র পানি ও স্যানিটেশন প্রকল্প সুবিধা পাবে ৩০ পৌরসভার প্রায় ৫০ লাখ বাসিন্দা
দেশের ৩০টি পৌরসভার প্রায় ৬ লাখ সুপেয় পানির সংযোগ দেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)। পাশাপাশি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের ৩ হাজার ৬৫ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ রোববার শুরু হচ্ছে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহার আগামী ৯ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর। ইসি সচিব হেলাল্দ্দুীন আহমদ ইনকিলাবকে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩ হাজার ৬৫ প্রার্থীর মনোনয়নপত্র রোববার বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর। আর ভোট ৩০ ডিসেম্বর।
ইসি সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ইসির নিবন্ধিত ৩৯টি দল। ৩০০টি সংসদীয় আসনের প্রতিদ্ব›িদ্বতার জন্য ৩ হাজার ৬৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। রাজনৈতিক দলের ২ হাজার ৫৬৭ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪৯৮ জন মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ২৮১ জন, বিএপির ৬৯৬ জন, জাতীয় পার্টির ২৩৩ জন, অন্যান্য রাজনৈতিক দলের ১৩৫৭ জন, স্বতন্ত্র ৪৯৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে বিভিন্ন দলের প্রার্থী ২ হাজার ৫৬৯ জন। আর স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪৯৮ জন। সবমিলে ৩ হাজার ৬৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আ.লীগ ২৬৪ এবং বিএনপি ২৯৫ আসনে মনোনয়নপত্র দাখিল করেছে। এর বাইরে অনলাইনে জমা দিয়েছে ৩৯টি। এর মধ্যে রংপুর বিভাগে ৩৬১টি, রাজশাহী ৩৫৩, খুলনা ৩৫১, বরিশাল ১৮২টি, ময়মনসিংহ ২৩৬, ঢাকায় ৭০৮, সিলেটে ১৭৭ ও চট্টগ্রামে ৬৮৮টি মনোনয়নপত্র জমা হয়েছে। সর্বোচ্চ মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা ৮ আসনে ২২ জন। আর সর্বনিম্ন মনোনয়ন পড়েছে মাগুরা ২ আসনে ৪ জন। এসব প্রার্থীর মনোনয়নপত্র বাছাই হবে আগামী আজ রোববার।
বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা) ২৬৪ আসনে ২৮১ প্রার্থী, বিএনপির (ধানের শীষ) ২৯৫ আসনে ৬৯৬ প্রার্থী, জাতীয় পার্টির (জাপা) (লাঙ্গল), ২১০ আসনে ২৩৩ প্রার্থী, জাতীয় পার্টি (জেপি)-এর (বাইসাইকেল), ১৫ আসনে ১৭ প্রার্থী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র (কাস্তে) ৭৯ আসনে ৭৯ প্রার্থী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর (মই) ৪৯ আসনে ৪৯ প্রার্থী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ-এর (মশাল) ৫২ আসনে ৫৩ প্রার্থী, গণফোরামের (উদীয়মান সূর্য) ৫৭ আসনে ৬১ প্রার্থী, বিকল্পধারা বাংলাদেশ-এর (কুলা) ৩৫ আসনে ৩৭ প্রার্থী, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র (তারা) ৪৯ আসনে ৫১ প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) ২৯৭ আসনে ২৯৯ প্রার্থী, বাংলাদেশ খেলাফত আন্দোলন-এর (বটগাছ) ২৫ আসনে ২৬ প্রার্থী, কৃষক শ্রমিক জনতা লীগের (গামছা) ২৯ আসনে ৩৭ প্রার্থী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (ছাতা) ১৪ আসনে ১৫ প্রার্থী, বাংলাদেশের সাম্যবাদী দল-এমএল’র (চাকা) ৩ আসনে ৩ প্রার্থী, গণতন্ত্রী পার্টির (কবুতর) ৮ আসনে ৮ প্রার্থী, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (কুঁড়েঘর) ১৪ আসনে ১৪ প্রার্থী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (হাতুড়ি) ৩৩ আসনে ৩৩ প্রার্থী, জাকের পার্টির (গোলাপ ফুল) ১০৬ আসনে ১০৮ প্রার্থী, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির (গরুর গাড়ি) ১০ আসনে ১১ প্রার্থী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের (ফুলের মালা) ২০ আসনে ২০ প্রার্থী, বাংলাদেশ মুসলিম লীগের (হারিকেন) ৪৯ আসনে ৪৯ প্রার্থী, ন্যাশনাল পিপলস পার্টির (আম) ৯০ আসনে ৯০ প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর (খেজুর গাছ) ১৫ আসনে ১৫ প্রার্থী, গণফ্রন্ট (মাছ) ১৬ আসনে ১৬ প্রার্থী, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপির (বাঘ) ১৬ আসনে ১৬ প্রার্থী, বাংলাদেশ ন্যাপের (গাভী) ৪ আসনে ৪ প্রার্থী, বাংলাদেশ জাতীয় পার্টির (কাঁঠাল) ১৩ আসনে ১৩ প্রার্থী, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ-এর (চেয়ার) ২৪ আসনে ২৮ প্রার্থী, বাংলাদেশ কল্যাণ পার্টির (হাতঘড়ি) ৫ আসনে ৫ প্রার্থী, ইসলামী ঐক্যজোটের (মিনার) ৩২ আসনে ৩২ প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিশের (রিকশা) ১২ আসনে ১২ প্রার্থী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) ২১ আসনে ২১ প্রার্থী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) (হুক্কা) ৬ আসনে ৬ প্রার্থী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির (কোদাল) ৩০ আসনে ৩০ প্রার্থী, খেলাফত মজলিশের (দেয়ালঘড়ি) ১২ আসনে ১২ প্রার্থী, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল-এর (হাতপাঞ্জা) ১৭ আসনে ১৭ প্রার্থী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (ছড়ি) ১ আসনে ১ প্রার্থী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (টেলিভিশন) ৭০ আসনে ৭১ জন প্রার্থীর মনোনয়নপত্র আজ (রোববার) সারাদেশে এক সঙ্গে বাছাই শুরু হবে, চলবে বিকেল পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর। আর ভোট ৩০ ডিসেম্বর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।