Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিএনপি ও জাপার টিকিট পেলেন যারা

প্রকাশের সময় : ৫ মে, ২০১৬, ১২:০০ এএম

আবুল কালাম আজাদ, বালাগঞ্জ (সিলেট) থেকে
সিলেটের ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে বিএনপিধানের শীষ প্রতীক পেয়েছেন উমরপুর ইউনিয়নে এইচএম রায়হান আহমদ, সাদিপুর বর্তমানে চেয়ারম্যান আবদুর রব, পশ্চিম পৈলনপুর কয়েছ আহমদ চৌধুরী, বুরুঙ্গায় সাজ্জাদুর রহমান সাজ্জাদ, গোয়ালাবাজারে সৈয়দ কওছর আহমদ, তাজপুরে বর্তমান চেয়ারম্যান ইমরান রব্বানী, দয়ামীর তাজ মোহাম্মদ ফখর এবং উছমানপুর ইউনিয়নে মুক্তার আহমদ বকুল। বিএনপির সদ্য সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াস আলীর পতœী তাহসিনা রুশদীর লুনার প্রচেষ্টায় ৭ ইউপিতে সমঝোতারভিত্তিতে এককপ্রার্থী মনোনীত হয়। শুধু গোয়ালাবাজারে একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সমঝোতা না হওয়ায় কেন্দ্রের সিদ্ধান্তে প্রার্থী চূড়ান্ত হয়। গত শনিবার বেলা ১১টায় সিলেটস্থ নিখোঁজ ইলিয়াস আলীর বাস ভবন থেকে মনোনীত প্রার্থীদের দলীয় প্রতীক বরাদ্দের চিঠি বিতরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইলিয়াস পতœী লুনা। এদিকে গোয়াালাবাজার ইউপিতে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বিএনপিসাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মানিক মনোনয়নপত্র গত সোমবার দাখিল করেন ওসমানীনগর উপজেলা। এদিকে ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক পেয়েছেন উমরপুর ইউনিয়নে আজিজুর রহমান, সাদিপুরে আব্দুল মুহিম, পশ্চিম পৈলনপুরে শেখ আব্দুল মালিক, গোয়ালাবাজারে আব্দুল মুমনি, তাজপুরে আশরাফ মিয়া সিরাজ, দয়ামীরে সৈয়দুল ইসলাম এবং উছমানপুর ইউনিয়নে কাজী তুহেল আহমদ। এ সংবাদ লেখা পর্যন্ত জাতীয় পার্টির দলীয় সূত্রে জানা যায়, শুধুমাত্র বুরুঙ্গা ইউনিয়নে জাতীয় পার্টির কোন প্রার্থী দেয়া হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি ও জাপার টিকিট পেলেন যারা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ