বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শৈত্য প্রবাহ ,দিনভর কুয়াশায় আছন্ন এমন অবস্থা নেই এবারে পঞ্চগড়ে। বাইরে আড্ডা দিয়ে বসে থাকা কঠিন এমনটা ও নেই। শীতে খুব একটা কাহিল নয় মানুষ।
ভারত সীমান্ত বেষ্টিত জেলা পঞ্চগড়। বাংলাদেশের উত্তরের শেষ জেলা পঞ্চগড়। এই অগ্রহায়ণ মাসে শীতে কাঁপুনি ওঠে মানুষের শরীরে। ৯০ দশকের আগে পঞ্চগড়ে আশ্বিনমাসেই শীত পড়তো সারা এলাকায়। আমন ধান কাটতে না কাটতেই ঘরে ঘরে নবান্নের উৎসব। ভাপা পিঠা, তেল পিঠা,দুধ পিঠা সহ নানা রকমারি পিঠার গন্ধে ঘর ভরে ওঠে। তবে সেই উৎসবমুখর নবান্ন নেই।
অথচ অগ্রহায়ণ মাস শেষ হওয়া পথে সেই রকম শীত নাই। রাতের বেলা শীত কিছুটা পড়ে। কুয়াশা তেমন একটা দেখা মেলেনা। তবে গভীর রাত হতে ভোর পর্যন্ত কিছুটা কুয়াশা পরিলক্ষিত হয়।
গোটা আশ্বিন-কার্তিক মাস গেছে, এই শীত এলো এলো বলে সময় অতিবাহিত হয়ে যায়। চলছে অগ্রহায়ণ মাস, এরপর পৌষ মাস।
পঞ্চগড় শীত প্রধান হিসেবে পরিচিত। অন্য এলাকার মানুষ এ অঞ্চলে এসে এ সময় শীত সহ্য করতে তাদের বেশ কষ্ট হতো। অনেকে রুম হিটার পর্যন্ত ব্যবহার করতো। কুয়াশায় ধূলা ভিজে যেতো। দিনের বেলাতেও সূর্য দেখা যেতো না। সে অবস্থা এখনো হয়নি।
তবে শীতে পিঠা ব্যবসা করার সাথে জড়িত পঞ্চগড়ে শহরে পিঠার দোকান দিয়ে তেমন মজা পাচ্ছে না। কারণ শীতের দাপট কম। কিন্তু অনেকে শীত বাড়বে এমনটা আশায় গরম কিনে নিচ্ছে আগে-ভাগেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।