রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দী ব্যারিস্টার মইনুল হোসেন ভোলায় আদালতে সশরীরে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত বৃহস্পতিবার ভোলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিক আহম্মেদ এ আদেশ দেন। গত ২২ অক্টোবর যুব মহিলা লীগের আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্না ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন। বেসরকারি টেলিভিশন একাত্তরের টকশোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টির চরিত্র নিয়ে বিরূপ মন্তব্য করায় সংক্ষুব্ধ হয়ে ভোলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়েছিল। মামলাটি আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল তদন্তের নির্দেশ দেন। পরে তদন্ত কর্মকর্তার রিপোর্টের প্রেক্ষিতে ব্যারিস্টার মইনুলকে ভোলায় এসে ১৮ নভেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু আসামি ঢাকায় কারাগারে বন্দি থাকায় ১৮ নভেম্বর ধার্যকৃত তারিখে আসামি হাজির না হলে পরবর্তী তারিখ ২৯ নভেম্বর ধার্য করার পাশাপাশি সমন জারি করেন। গত বৃহস্পতিবার ব্যারিস্টার মইনুল আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বাদীপক্ষে আইনজীবী হিসেবে সোহেব মামুনের পাশাপাশি ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মাকসুদুর রহমান, অ্যাডভোকেট আবুল কাসেম, অ্যাডভোকেট মাহামুদুল হক লিটু, অ্যাডভোকেট জয়ন্ত বিশ্বাস, অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস জুবলী, অ্যাডভোকেট মেজাবাউল আলম, অ্যাডভোকেট ফিরোজ শাহসহ কমপেক্ষ ২০ জন আইনজীবী উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।