Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনে বারবার আগুন দায়িত্বে অবহেলার অভিযোগে বন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

প্রকাশের সময় : ৫ মে, ২০১৬, ১২:০০ এএম

মংলা সংবাদদাতা
সুন্দরবনে বারবার আগুন লাগার ঘটনায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান মাহমুদকে সাময়িক বরখাস্ত করেছে বনবিভাগ। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম এই বরখাস্তের আদেশ দেন। এ নিয়ে সুন্দরবনে আগুন লাগার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ধানসাগর স্টেশনের কর্মকর্তা-বনরক্ষীসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করলো বনবিভাগ। বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বনের ধানসাগর স্টেশন এলাকায় গেলো এক মাসে চারবার আগুন লাগার ঘটনা ঘটে। এর মধ্যে ১৩, ১৮ ও ২৭ এপ্রিল তিন দফা আগুন লাগার জন্য বনবিভাগ স্থানীয় দুর্বৃত্তদের দায়ী করে আসছে। গত ২৭ মার্চ পরবর্তী ওই তিন আগুনের ঘটনায় সদ্য বরখাস্ত হওয়া বন কর্মকর্তা সুলতান মাহমুদ বাদী হয়ে বন আদালত ও থানায় দুর্বৃত্তদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলাও দায়ের করেন। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম জানান, সুন্দরবনে আগুনের ঘটনায় ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ দায়িত্ব পালনে অবহেলা করেছেন। তার অবহেলার কারণে সুন্দরবনে ১৪ দিনের মধ্যে তিনবার আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। অবহেলার প্রমাণ মেলায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত আদেশের চিঠিও তাকে পাঠানো হয়েছে বলে জানান তিনি। তবে ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ জানিয়েছেন, এখনও কোনো আদেশের চিঠি তিনি হাতে পাননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুন্দরবনে বারবার আগুন দায়িত্বে অবহেলার অভিযোগে বন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ