Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনে গণমাধ্যম কর্মীরাই ভরসা -নওশাদ জমির

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনটি ব্যাতিক্রম নির্বাচন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এই নির্বাচন এবং দেশের গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম কর্মীদের বিশাল ভূমিকা রয়েছে । মূলত নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সাংবাদিকরাই মূল ভরসা। পঞ্চগড় জেলা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশাদ জমির। পঞ্চগড়-১ আসনে বিএনপির মনোনয়ন জমা দিয়েছেন তিনি। এসময় তিনি আরও বলেন দেশে সরকার পরিবর্তন দরকার । গণতন্ত্রের মানে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধমে ক্ষমতা হস্তান্তর। গণমাধ্যম কর্মীদের ভুল লেখনির মাধ্যমে অনেক সাধারন ঘটনা ক্ষতির কারন হয়ে উঠতে পারে। তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে তারেক জিয়ার দুর্নীতির খবর প্রকাশের উদাহরন টেনে বলেন গেণ সময় তারেক জিয়ার ১০ হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে নানা সংবাদ প্রচার করা হয়েছে। অথচ দুর্নীতি প্রমানিত হয়নি। আগামী নির্বাচনে পঞ্চগড়ের সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নওশাদ জমির
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ