Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিয়াঙ্কার বিয়েতে যাবেন রণবীর দীপিকা?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ডিসেম্বরে যোধপুরে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নিক জোনাসের বিয়েতে সদ্য বিবাহিত দীপিকা পাডুকোন আর রণবীর সিংয়ের যোগ দেবার সম্ভাবনা আছে। জানা গেছে প্রিয়াঙ্কা তাদের দাওয়াত পাঠিয়েছেন আর তারাও তা গ্রহণ করেছে। নবদম্পতির যোগ দেয়ার যৌক্তিকতা বর্ণনা করতে গিয়ে এক সূত্র বলেছে , “নয় কেন? রণবীর সেই ‘গুন্ডে’ ফিল্ম থেকেই প্রিয়াঙ্কার বন্ধু ‘বাজিরাও মাস্তানি’ নির্মাণের সময় তাদের বন্ধুত্ব বেড়েছে বই কমেনি। তাই এই দুই জুটির মাঝে ভাল বন্ধুত্ব আছে।” দাওয়াত প্রাপ্তদের মধ্যে আরেকজন ‘গুন্ডে’ পরিচালক আব্বাস আলি খান: তিনিও প্রিয়াঙ্কার ভাল বন্ধু। বন্ধুর বিয়েতে যোগ দেয়ার ক্ষেত্রে আব্বাসের কিছুটা সমস্যা আছে, বিশেষ করে তার ‘ভারত’ ফিল্ম নিয়ে প্রিয়াঙ্কা যা করেছেন তা বিবেচনা করলে। অনেকেই জানে, প্রিয়াঙ্কা ‘ভারত’ ফিল্মটিতে কাজ করা চুক্তি করেই শেষ পর্যন্ত সেটি ছেড়ে দিয়ে প্রজেক্টটিকে সমস্যায় ফেলেন আর তাতে ফিল্মটির প্রধান অভিনেতা সালমান খান তার ওপর ভীষণ ক্ষুব্ধ হন। আব্বাস আর প্রিয়াঙ্কার এক অভিন্ন বন্ধু বলেছে, “সুতরাং সালমান খান তার বিয়েতে যাচ্ছেন না। এখন প্রিয়াঙ্কার সঙ্গে বন্ধুত্ব যতই গভীর হোক না কেন, তার ফিল্মের পরিচালক আব্বাস আলি খান কিভাবে সেখানে যান?” মজার কথা হল সুপারস্টার বড়ভাইয়ের সঙ্গে সমস্যা হলেও সালমানের ছোট বোন অর্পিতা খান প্রিয়াঙ্কা-নিকের বিয়েতে যোগ দেবেন বলে নিশ্চিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রণবীর-দীপিকা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ