Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

নির্বাচন কর্মকর্তাদের প্রতি মাহবুব তালুকদার: পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ৮:০৭ পিএম

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচন কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলেছেন, কারো বিরুদ্ধে কোন ধরণের পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়াগেলে শাস্তিমূলক ব্যবস্থথা নেয়া হবে। ৩০ নভেম্বর কক্সবাজারে নির্বাচন কর্মকর্তাদের এক সভায় তিনি একথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন মাহবুব তালুকদার।

তিনি শুক্রবার বিকেলে কক্সবাজার হিলডাউন সার্কিট হাউজে রির্টানিং অফিসার, সহকারী রির্টানিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় একথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ ও প্রহণযোগ্য নির্বাচন করতে চায়। কারো বিরুদ্ধ পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে নির্বাচন কমিশন আইনানুগ শাস্তিমূলক ব্যস্থা নেবে।

নির্বাচন পর্যন্ত রোহিঙ্গাদের প্রতি বিশেষ নজরদারীর কথাও বলেন তিনি।

কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে ওই সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রিটার্নিং অফিসার কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ নির্বাচন কর্মকর্তাবৃন্দ।

 


1Attached Images



 

Show all comments
  • হতদরিদ্র দীনমজুর ৩০ নভেম্বর, ২০১৮, ৮:৫৬ পিএম says : 0
    আপনী যর্থাতই বলেছেন| ইসি সাংবিধানিক দায়ীত্ব পালন করবেন| আপনাদের নৈতিক প্রচেষ্টাই পারে একাদশ জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেখ্খো করে এ জাতীকে বাচাতে |
    Total Reply(0) Reply
  • Nasif ১ ডিসেম্বর, ২০১৮, ৮:২৮ এএম says : 0
    বতমান সরকারের আমলে কোন সুষ্ঠু নিবাচন হয়নি | আমরা এসরকারের পদত্যাগ চাই | আমি মনে করি এসরকার মিথুক সরকার| কারণ এ সরকার বলে তারা মুক্তিযুদ্ধে বিশ্বাশ করে তাহলে নিবাচনে এত ভোটচুরি কেন? আমরা ভোট কেন্দে যাইতে গেলে বলে তোমার ভোট দেওয়া হয়ে গিছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ