রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় নিরীহ কৃষকের তিন বিঘা খেতে চাষ করা পেঁপে ও লাউ গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, প্রতিবাদ করতে গেলে ওই সন্ত্রাসীরা কৃষক পরিবারের দুই জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। গত বুধবার রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণবাগ বেলেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক শুক্কুর আলী জানান, দক্ষিণবাগ বেলেরটেক এলাকায় (পূর্বাচল উপশহরের ৩ নং সেক্টর) তিন বিঘা খেতে পেঁপে ও লাউয়ের চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে। শুক্কুর আলীর সঙ্গে একই এলাকার জাকির হোসেন, রানা, নূরা মিয়া, আনোয়ার হোসেন, জয়নাল মিয়ার এক বিঘা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। গত বুধবার রাতে নূরা মিয়ার সঙ্গে শুক্কুর আলী তর্কবিতর্ক শুরু হয়। এর জের ধরে ওই রাতেই প্রতিপক্ষ জাকির হোসেন, রানা, নূরা মিয়া, আনোয়ার হোসেন, জয়নাল মিয়াসহ অজ্ঞাত ২/৩ জন সন্ত্রাসী দেশীয় ও ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে শুক্কুর আলীর বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় শুক্কুর আলীর ছেলে শফিকুল ইসলাম প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাথারি ভাবে কুপিয়ে জখম করে। এসময় শফিকুলের ডাকচিৎকারে প্রতিবেশী জুলহাস মিয়া বাচাঁতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এক পর্যায়ে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে শুক্কুর খেতে গিয়ে পেঁপে ও লাউ গাছ কেটে ফেলে চলে যায়। এতে করে তার ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে হয়েছে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে শুক্কুর আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।