Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে প্রতিবন্ধীতা বিষয়ক কর্মশালা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধীতা বিষয়ক দিনব্যাপি উপজেলা পর্যায়ে ওরিয়েন্টশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ন্যাশনাল একাডেমি ফর অটিজম নিউরো-ভেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজের উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অডিটোরিয়ামে দিনব্যাপি এই কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম। কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মাহমুদ হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প. প. কর্মকর্তা ডা. সফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা রওনক, সহকারি শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, শিবগঞ্জ স্নাতক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ব্র্রাইনির ইসলাম, শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, ছত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু, পাঁকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েলসহ অন্যরা। কর্মশালায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বক্তৃতা করেন প্রধান অতিথি ইউএনও চৌধুরী রওশন ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিবন্ধীতা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ