প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেবী দয়াল দুবে ওরফে থ্রিডি ভাইয়া (সানি দেওল) তার স্ত্রী স্বপ্না দুবের (প্রীতি জিনতা) মত না নিয়ে একটি ফিল্ম নির্মাণের সিদ্ধান্ত নেয় আর তাতে স্বপ্নার মেজাজ বিগড়ে আছে। গোল্ডি কাপুর (আরশাদ ওয়ার্সি) তার জীবন নিয়ে এই ফিল্মটি তৈরি করার জন্য থ্রিডিকে রাজি করিয়েছে। স্বপ্নার ক্ষোভ সেখানে। গোল্ডির একমাত্র উদ্দেশ্য হল সে এখান থেকে কত আয় করতে পারবে, ফিল্ম হিট করবে কিনা তাতে তার কোনও চিন্তা নেই। সে ফিল্মে জন্য শিল্পী কুশলীও নিয়ে নেয়। এর মধ্যে আছে ফ্লপ কাহিনীকার তরুণ পর্নো ঘোষ (শ্রেয়অস তালপাড়ে) আর ফিল্মের বিরক্তিকর নায়িকা মল্লিকা কাপুর ( আমিশা পাটেল। ঝামেলার জন্য এসবই যথেষ্ট হতে পারত যদি না থ্রিডি ভাইয়ার ডুপ্লিকেট ফানি সিং না এসে হাজির হত। সেই এখন নায়কে পরিণত হয়েছে। আরও যোগ হয় অনাকাক্সিক্ষত ভিলেন হেলিকপ্টার মিশ্রা (জয়দীপ আহলাওয়াত)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।