প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘রেক ইট রাল্ফ’ (২০১২) ফিল্মটির সিকুয়েল ‘রাল্ফ ব্রেকস দি ইন্টারনেট’ পরিচালনা করেছেন রিচ মোর এবং ফিল জনস্টন। এটি জনস্টনের প্রথম পূর্ণদৈর্ঘ্য ফিল্ম মোর ‘রেক ইট রাল্ফ’ এবং ‘জুটোপিয়া’ (২০১৬) পরিচালনা করেছেন।
ভ্যানেলোপি (ভয়েস- স্যারা সিলভারম্যান) যেন এক একঘেয়ে রুটিনে বাঁধা পড়ে গেছে, তাই রাল্ফ (ভয়েস- জন সি. রাইলি) তার রেসিং গেমে পরিবর্তন করে দেয় আর তাতে স্টিয়ারিং হুইল ঘোরালে ভেঙে যায়। গেমটি খুব পুরনো বলে ইবে ছাড়া কোথাও এর স্টিয়ারিং পাওয়া যায় না আর দাম শুরু ২০০ ডলার থেকে। গেম থেকে খুব আয় হয় না বলে সেটির মালিক সেটি বাদ দেয়ার সিদ্ধান্ত নেয় এতে ভ্যানেলোপি আর অন্য গেমাররা গেম ছাড়া নিরাশ হয়ে পড়ে। ঘনিষ্ঠ বন্ধুর এই অসহায় অবস্থা দেখে রাল্ফ একটি নতুন ওয়াইফাই দিয়ে ইবে থেকে সেই স্টিয়ারিংটি সংগ্রহের ব্যবস্থা করে। নতুন এই উপায় ব্যবহার করে রাল্ফ ডিজনি প্রিন্সেসদের সঙ্গে বন্ধুত্ব করার সুযোগ পায়; এর মধ্যে আছে মেরিডা, রাপুনজেল, মোয়ানা, মুলান, আনা আর এলসা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।