Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পছন্দের প্রার্থীকে মনোনয়ন না দেয়ায় মেহেরপুরে আ.লীগের বিক্ষোভ

মেহেরপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৮, ৪:২৬ পিএম

মেহেরপুর-১ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি ফরহাদ হোসেন দোদুলকে মনোনয়ন দেওয়ায় বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়নবঞ্চিত ও সাবেক এমপি জয়নাল আবেদীনের সর্মথকরা।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে মিছিলটি কোর্ট মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, দলীয়ভাবে মেহেরপুরে দোদুলকে মনোনয়ন দেয়া হয়েছে। আমরা এ সিদ্ধান্ত মানি না। আমরা চাই, গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়া হোক।

প্রসঙ্গত, গত তিন দিন ধরে মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন প্রার্থীর সর্মথকরা বিক্ষোভ মিছিল করে আসছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ