Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুর-১ আসনে ড. মহীউদ্দীনকে চূড়ান্ত মনোনয়ন দেয়া না হলে নেতাকর্মীদের একযোগে পদত্যাগের হুমকি

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৮, ৩:৪১ পিএম

চাঁদপুর-১ আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরকে চূড়ান্তভাবে মনোনয়ন না দেয়া হলে একযোগে পদত্যাগের হুমকি দিয়েছে আ’লীগ নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে ড. মহীউদ্দীন খান আলমগীরের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় নেতা-কর্মীরা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে গোলাম হোসেন নামের আরো একজনকে মনোনয়ন দেয়া হয়েছে। ড. মহীউদ্দীন খান আলমগীরের পরিবর্তে চূড়ান্তভাবে গোলাম হোসেনকে মনোনয়ন দেয়া হলে অনিবার্যভাবে দলের বিপর্যয়ের দায়-দায়িত্ব কচুয়া উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নিবে না। একযোগে দলীয় নেতা-কর্মীরা পদ-পদবী থেকে গণহারে পদত্যাগ করবে।

এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান শিশির, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়াসহ দলীয় নেতৃবৃন্দ।

 



 

Show all comments
  • Young ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৮ পিএম says : 0
    Thank you for the good writeup.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ