Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আজ বক্তাবলী দিবস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আজ বক্তাবলী শহীদ দিবস। ১৯৭১ সালের ২৯ নভেম্বর তৎকালীন ঢাকা জেলার নারায়নগঞ্জ মহকুমার ফতুল্লা থানাধীন বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নে পাক হানাদার বাহিনীর আক্রমনে একদিনে ১৩৯ জন নিরস্ত্র মানুষ নিহত হন। হানাদার বাহিনী দুইটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের বাড়িঘর অগ্নি সংযোগে ভষ্মিভ’ত করে দেয়া হয়। মুক্তিযুদ্ধের ৯ মাসের প্রায় সাড়ে ৮ মাসই ঢাকা শহরের পার্শ্ববর্তি বক্তাবলী পরগনা ছিল একটি মুক্তাঞ্চল। এ কারণে বক্তাবলী ছিল ঢাকার মুক্তিবাহিনীর অন্যতম নিরাপদ প্রশিক্ষন ও কৌশলগত কেন্দ্র। বক্তাবলীর মানুষ শত শত মুক্তিযোদ্ধাকে থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছিল। সেই সাথে হানাদার বাহিনীর হাত থেকে বাঁচতে ঢাকা ও নারায়নগঞ্জ শহর থেকে পালিয়ে আসা শত শত পরিবারের আশ্রয়স্থল ছিল বক্তাবলী। পাক বাহিনীর আত্মসমর্পনের মাত্র ১৭ দিন আগে ঘটে বক্তাবলীর হৃদয় বিদারক হত্যাযজ্ঞ। ২৯ নভেম্বর শীতের কুয়াশা ঢাকা ভোরে পাকবাহিনীর অতর্কিত হামলায় মুক্তিবাহিনীর সদস্যরা প্রথমে আত্মরক্ষার্থে আত্মগোপণের কৌশল নিলেও পরে তারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। মুক্তিবাহিনীর সদস্য সন্দেহে গ্রামের যুবকদের ধরে নিয়ে বুড়িগঙ্গা পাড়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে হত্যা করা হয়। স্বাধীনতার পর থেকে বক্তাবলীর মানুষ দলমত নির্বিশেষে এ দিনটিকে বক্তাবলীর শোক দিবস বা শহীদ দিবস হিসেবে পালন করে আসছে। শহীদ পরিবার, স্কুল-মাদরাসা, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে থাকে। এ দিনটিকে ঘিরে বক্তাবলীতে সরকারের মন্ত্রী-এমপিও জাতীয় ব্যক্তিত্বদের পদার্পণ ঘটে থাকে। বক্তাবলীর মানুষ তাদের অবহেলা বঞ্চনার খতিয়ান তুলে ধরার পাশাপাশি সরকারের কাছে বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরার সুযোগ পায়। বক্তাবলী দিবস উপলক্ষ্যে আজ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মুনাজাত ও কাঙ্গালীভোজের কর্মসূচিসহ নানা আয়োজন রয়েছে। এ উপলক্ষ্যে বক্তাবলী ওয়েলফেয়ার ট্রাস্ট মুক্তারকান্দি হাইস্কুল মাঠে শহীদ পরিবারের মধ্যে সম্মাননা স্মারক প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এ ছাড়া আলোকিত বক্তাবলী নামের একটি সংগঠনের ব্যানারে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিবস

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩
৪ ফেব্রুয়ারি, ২০২৩
২১ নভেম্বর, ২০২২
২১ নভেম্বর, ২০২২
১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ