বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ স¤পাদক মোহাম্মদ হারুন অর রশিদ বিপিএম, পিপিএম (বার) গাজীপুরের পুলিশ সুপার পদে ফের যোগ দিচ্ছেন। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখার উপসচিব সুরাইয়া পারভীন শেলী স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩য় দফায় গাজীপুর সদর, শ্রীপুর ও কাপাসিয়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২১ এপ্রিল এই পুলিশ কর্মকর্তাকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়েছিল। নির্বাচন সম্পন্ন হওয়ার পর তার প্রত্যাহারের আদেশ তুলে নেয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন তাকে আবার গাজীপুরের পুলিশ সুপার পদে হিসেবে পুনর্বহাল করেছেন। আগামি দু’এক দিনের মধ্যেই তিনি গাজীপুরের পুলিশ সুপার হিসেবে ফের যোগ দিচ্ছেন বলে পুলিশ সুপার কার্যালয় সূত্র জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।