Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে পুরনোতেই ভরসা বিএনপি

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ঘুরেফিরে পুরনোদের উপর ভরসা রেখেছে বিএনপি হাইকমান্ড। জাতীয় পর্যায়ে আলোচিত ৬ জন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্ধিতা করবেন। এরমধ্যে আবার একাধিক আসনে ডামি প্রার্থীর হাতে মনোনয়নপত্র দেয়া হয়েছে। নির্বাচনে যাদের মনোনয়ন দেয়া হয়েছে তারা হলো, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি একাংশ) বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি একাংশ) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি জয়নুল আবদীন ফারুক, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) সবেক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি বরকত উল্লা বুলু, নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) বিএনপির ভাইস চেয়ারম্যান, তৃণমূল সমন্বয়ক ও সাবেক এমপি মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) সাবেক উপ-রাষ্ট্রপতি ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এবং নোয়াখালী-৬ (হাতিয়া) সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিম।
৬টি আসনের মধ্যে ৩টিতে একাধিক প্রার্থীকে কৌশলগত কারণে দলীয় মনোনয়নপত্র দেয়া হয়েছে বলে দলীয়সূত্রে জানা গেছে। এরা হলো নোয়াখালী-১ আসনে চাটখিল উপজেলা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন, মামুনুর রশিদ মামুন, নোয়াখালী-২ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো. মফিজুর রহমান, নোয়াখালী-৪ আসনে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো। জানতে চাইলে দলীয় মনোনয়নপ্রাপ্ত আনোয়ার হোসেন এবং মাহবুব আলমগীর আলো ইনকিলাবকে জানান, দলীয় হাইকমান্ড নির্দেশ প্রদান সাপেক্ষে আমরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ