Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে ৪টি আসনে ২০দলীয় জোট ও মহাজোটের প্রার্থীসহ ৩১জনের মনোনয়নপত্র দাখিল

লক্ষ্মীপুর আঞ্চলিক অফিস | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ৮:৩৫ পিএম

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে ৪টি আসনে বিএনপি-আওয়ামীলীগ,জাসদ,জাতীয় পার্টি,জামায়াত ও স্বতন্ত্রসহ বিভিন্ন দলের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয় এবং সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়। লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে মহাজোট থেকে আনোয়ার হোসেন খাঁন, ২০দলীয় জোট থেকে শাহাদাত হোসেন সেলিম, বিএনপির হারুনুর রশিদ,ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স জোটের (জাকের পার্টি) লায়েন এমএ আউয়ালসহ ৮জন।
লক্ষ্মীপুর-২ রায়পুর আসন থেকে ২০ দলীয় জোটের প্রার্থী আবুল খায়ের ভূইয়া,হারুনুর রশিদ ভিপি হারুন, মহাজোট ও জাতীয় পার্টিথেকে এমএ নোমান ও স্বতন্ত্র শহিদুল ইসলাম পাপুল এবং জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিনসহ ৭জন। লক্ষ্মীপুর-৩ সদর আসন থেকে ২০দলীয় জোট থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,সাহাবুদ্দিন সাবু,আওয়ামীলীগ থেকে একেএম শাহজাহান কামাল, গোলাম ফারুক পিংকু,এমএ সাত্তার,(স্বতন্ত্র)সহ ১১ জন । লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসন থেকে জাতীয় সমাজতান্ত্রিকদল জেএসডির সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রহমান,আওয়ামীলীগ থেকে মোহাম্মদ আবদুল্লাহ,বিকল্প ধারার মহাসচিব মেজর (অবঃ) আবদুল মান্নান। এছাড়া প্রতিটি আসনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ,জাতীয়পার্টি,জাসদের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ ৪ আসনে ৩১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ