Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাগতিয়া দরবার শরীফে মেরাজুন্নবী (স.) মাহফিল আজ

প্রকাশের সময় : ৪ মে, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : আজ (বুধবার) বাদে যোহর হতে সারারাত কাগতিয়া দরবার শরীফে ৬৩তম পবিত্র মেরাজুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে, বাদে যোহর পবিত্র খতমে কোরআন ও মেরাজুন্নবী (দঃ) শীর্ষক আলোচনা, বাদে আছর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কোরআন প্রদান, বাদে মাগরিব তাওয়াজ্জুহ-এর মাধ্যমে ছবক প্রদান, তাবাররুক বিতরণ, পবিত্র মেরাজুন্নবী (দঃ) মাহফিল। বাদে এশা- আওলাদে রাসূল, মোর্শেদে আজম হুজুর ক্বেবলায়ে আলম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের নূরাণী তকরির, মিলাদ, কিয়াম এবং আখেরী মোনাজাত। পবিত্র মেরাজুন্নবী (সঃ) মাহফিলে অংশগ্রহণের জন্য মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এলাকার আওতাধীন বিভিন্ন শাখা হতে গাড়ী ছাড়ার সময়সূচি ১৩নং সাবানঘাটা শাখা সাবানঘাটা থেকে বেলা ২টা, ১১৮ নং বাকলিয়া শাখা বাকলিয়া থেকে বেলা ২টায়, ১১৯ নং বড়কবরস্থান শাখা বড়কবরস্থান থেকে বেলা ২টা, ১২৬নং ষোলশহর শাখা বায়েজিদস্থ গাউছুল আজম সিটি থেকে সন্ধ্যা ০৭টা, ১২৯নং বউবাজার শাখা আন্দরকিল্লা থেকে বেলা ২.৩০টা, ১৩২নং আতুরার ডিপু শাখা আতুরার ডিপু থেকে বেলা ১২টা, ১৪৯নং হালিশহর শাখা আড়গ্রাবাদ চৌমুহনী থেকে বিকেল ৪টায়, ১৫০নং মুহাম্মদপুর শাখা মুরাদপুর মাজারের সামনে থেকে বেলা ০২টায় গাড়ী ছাড়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাগতিয়া দরবার শরীফে মেরাজুন্নবী (স.) মাহফিল আজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ