Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১১ প্রার্থী

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ৬:৫২ পিএম

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে মহাজোট থেকে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও এমপি আনোয়ারুল আজিম আনার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বুধবার সকালে তিনি আওয়ামীলীগের উপজেলা ও পৌর নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলা সহকারি রির্টানিং অফিসারের কাছে এ মনোনয়নপত্র জমা দেন। এরপর দলীয় নেতাদের নিয়ে ঔক্যফ্্রন্ট বিএনপির কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ তার মনোনয়ন জমা দেন। এ আসনে আ’লীগ, বিএনপিসহ জাতীয় পাটি, ওয়ার্কাস পাটি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন. জাকের পাটি, বিএনএফ, এলডিপি ও সতন্ত্র থেকে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ আসন থেকে আরো মনোনয়ন জমা দেন কালীগঞ্জ থানা বিএনপির সভাপতি সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন, বাম জোটের ফনি ভূষণ রায়, ইসলামী শাষনতন্ত্র আন্দোলনের এইচ আই মোন্তাজুর রহমান, বিএনএফ এর ওয়াদুদুর রহমান, এলডিপির খন্দকার মেহেদী হাসান, জাকের পাটির ইছাহক আলী বিশ^াস ও স্বতন্ত্র জহরুল ইসলাম ছাড়াও আ’লীগের বিদ্রোহী কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ আব্দুল মান্নান মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে আ’লীগের মনোনীত না হয়েও আব্দুল মান্নানের জমাদান মনোনয়নপত্রটির বিষয়ে উপজেলা সহকারি রির্টানিং অফিসার জানান আগামী ২ ডিসেম্বর মনোনয়নপত্রটির যাচাই বাছাই হবে। তার দাখিলকৃত মনোনয়নপত্র ফাইলে দলীয় মনোনয়নের কাগজ না থাকলে সেটি দলীয় হিসাবে গৃহিত হবেনা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ