Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট-৪ আসনে মাওলানা আতাউরসহ জমিয়তের ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ৬:১৭ পিএম

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব, হেফাজতের অন্যতম নেতা ও সিলেট জেলা জমিয়তের সেক্রেটারী শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান জেলা প্রশাসক বরাবরে মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার দুপুর ২টায় সিলেটের ডিসি কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কাজী এম. এমদাদুর রহমানের হাতে জমিয়ত মনোনীত প্রার্থী হিসেবে নমিনেশন ফরমটি জমা দেন তিনি । মনোনয়নপত্র জাদানকালে প্রস্তাবকারী মুফতি জামাল উদ্দিন, সমর্থনকারী মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারী মাওলানা কবির আহমদ, প্রার্থীর রাজনৈতিক সচিব মাওলানা শাহিদ হাতিমী, কোম্পানীগঞ্জ জমিয়তের প্রতিনিধি মাওলানা সোহাইল আহমদ, জৈন্তাপুর জমিয়তের প্রতিনিধি হাফিজ মাসউদ আযহার, মাওলানা উবায়দুল্লাহ দরবস্তী, হাফিজ সোহাইল আহমদ, মৌলভী হোসাইন আহমদসহ নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় এলাকার সর্বস্তরের জনগন, উপস্থিত মিডিয়া ও নেতাকর্মীদের উদ্দেশ্যে মাওলানা আতাউর রহমান বলেন, গোয়াইনঘাট-জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলাত্রয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শক্তিশালী অবস্থান রয়েছে। এমনকি উপজেলাগুলোতে ওয়ার্ড থেকে নিয়ে প্রতিটি শাখায় আমাদের দলের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রয়েছে। সেই বিবেচনায় সিলেট-৪ আসন জমিয়তে উলামায়ে ইসলামের একটি উর্বর জনপদ।
এদিকে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে মাওলানা আমিন উদ্দিন, সিলেট-৩ ( দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ- বালাগঞ্জ) আসনে ম্ওালানা নজরুল ইসলাম, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিলেট-৬ (বিয়ানীবাজার-গেলাপগঞ্জ) আসনে মৌ: আসআদ উদ্দিন আল মাহমুদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ