বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষেদিনে বগুড়ায় কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে ২টি, বিএনপি মহাসিচিব মীর্জা ফখরুলের নামে ১টি ও নবগঠিত ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমানের নামে ১টি সংসদীয় আসনে মনোনয়ন দাখিল করা হয়েছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ বুধবার দুপুরে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ এর কার্যালয়ে গিয়ে বগুড়া (সদর) -৬ আসনে প্রথমে খালেদা জিয়া ও পরে মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে পৃথক পৃথকভাবে ১টি করে মনোনয়ন পত্র দাখিল করেন।
অপরদিকে বগুড়া ( গাবতলী ) -৭ আসনে খালেদা জিয়ার নামে আরেকটি মনোনয়ন পত্র দাখিল করেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই দাখিল পর্ব সম্পন্ন হয়। এছাড়া বগুড়ার ( শিবগঞ্জ ) আসনে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান মান্না স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।