বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের পক্ষে মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শেখ শহীদুল ইসলামের হাতে এ মনোনয়ন পত্র জমা দেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে উপজেলা জামায়াত নেতৃবৃন্দ। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার ভুমি দীপন দেবনাথ, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন এবং প্রার্থীর পক্ষে চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক রফিউদ্দিন সিদ্দিকী, জামায়াত নেতা আবদুর রহিম, জয়নাল আবেদীন, মহসিন কবির, শিবির নেতা এমরান হোসেন ভুঁইয়া প্রমুখ। এরপর নেতৃবৃন্দ জেলা রিটার্নিং অফিসার আবুল ফজল মীরের নিকটও মনোনয়ন পত্র জমা দেন।
চৌদ্দগ্রামে মনোনয়ন পত্র দাখিল শেষে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি জানান, আগামী ৩০ ডিসেম্বর চৌদ্দগ্রামের জনপ্রিয় নেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরকে জনগণ ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে লক্ষাধিক ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।