পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সংসদ নির্বাচনে প্রার্থীদের দেয়া হলফনামা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশের তা পর্যালোচনা করে মিথ্যা তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল মঙ্গলবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইকবাল মাহমুদ বলেন, যারা নির্বাচনের নমিনেশন পেপার দাখিল করবেন, এই নমিনেশন পেপারের সাথে হলফনামা দিতে হয়। আমি যতটুকু জানি এসব ওয়েবসাইটে প্রকাশ হয়। তখন এটা পাবলিক ডকুমেন্ট। অসত্য তথ্য যদি কেউ দেয়, আপনি দেখতে পারবেন, আমিও দেখতে পাব। তখন আমরা সেটা নেব। এরপর এগুলো বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে মিলিয়ে দেখে যাচাই-বাছাই করব। তিনি বলেন, অসত্য তথ্য, তাহলে আইন অনুযায়ী যাদের ব্যবস্থা নেয়ার কথা তাদের কাছে পাঠিয়ে দিব৷ আর আমাদের যদি ব্যবস্থা নেয়ার আইনি সুযোগ থাকে তাহলে আমরা ব্যবস্থা নিব। একটা ইচ্ছাকৃত ভুল, আরেকটা অনিচ্ছাকৃত ভুল। অনিচ্ছাকৃত ভুল হলে সেটা তো মানতে হবে। অনিচ্ছাকৃত ভুল হলে কনসিডার করা হবে। দুদক চেয়ারম্যান বলেন, মানুষ এখন দুর্নীতি বন্ধ চায়৷দেশে দুর্নীতি আছে এটা সত্য। এখন যারা আমাদের জনপ্রতিনিধি হবেন, তারা সৎ নিষ্ঠাবান হবেন এটাই প্রত্যাশা মানুষের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।