প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : অনন্য মামুনের মুক্তিপ্রতিক্ষিত সিনেমা অস্তিত্ব’র প্রচারণায় রাস্তায় নেমেছেন সিনেমাটির নায়ক আরেফিন শুভ। সিনেমাটির নায়িকা তিশারও নামার কথা রয়েছে। গত সোমবার রাস্তায় রাস্তায় সিনেমাটির পোস্টার বিলি করতে দেখা গেছে শুভকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মধুর ক্যান্টিন, সংসদ ভবন এলাকায় তিনি পোস্টার বিলি করে পথচারীদের সিনেমাটি দেখার আহŸান জানান। পথচারীদের দেখা মাত্র অস্তিত্ব’র পোস্টার হাতে ধরিয়ে দিচ্ছেন। সিনেমার প্রচারে নায়ক-নায়িকার প্রচারপত্র বিলি করার এমন নজির আমাদের দেশে নেই বললেই চলে। শুভ ও তিশা’র প্রচারণার ধরণ দেখে মনে হচ্ছে, তারা অস্তিত্ব সিনেমার নয়, চলচ্চিত্রে তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছেন। শুভ অবশ্য যুক্তি দিয়ে বলেন, শাহরুখ খান যদি তার সিনেমায় প্রচারণার জন্য মার্কেটে মার্কেটে ঘুরতে পারে তাহলে আমরা কেন পারবো না? শাহরুখ খান কবে কোন সিনেমার প্রচারপত্র নিয়ে মার্কেটে বা রাস্তায় রাস্তায় ঘুরেছেন, এ কথা অবশ্য তিনি বলতে পারেননি। যাই হোক, শুভ ও তিশার এই প্রচারণা কতটা কাজে লাগে তা এখন দেখার বিষয়। সিনেমাটি আগামী ৬ মে মুক্তি পাবে। মুক্তির পরই বোঝা যাবে, দর্শক তাদের এই মাঠে-ঘাটে প্রচারে সাড়া দিয়েছে কিনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।