Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনী-১ আসনে মনোনয়ন দেয়ার দাবীতে আ’লীগের সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও ঝাড়ু মিছিল

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১:০৬ পিএম

ফেনী-১ আসনে জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য শিরীন আখতারের মনোনয়ন প্রত্যাহারের দাবীতে এবং প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে দলীয় মনোনয়ন দেয়ার দাবীতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ,অগ্নিসংযোগ , ঝাড়– মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকালে ফেনী-১ আসন তথা ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় একযোগে অনুষ্ঠিত এসকল কর্মসূচীকে শিরীন আখতারকে অবাঞ্ছিত ঘোষণা করে তার স্থলে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে মনোনয়ন দেয়ার জোরালো দাবী জানান। এ ঘটনাকে কেন্দ্র করে তিন উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। তবে বর্তমান সাংসদ শিরীন আখতার বলেন, যারা বিক্ষুব্ধ তারা এরকম করবে দুশ্চিন্তা করার কিছুই নেই শান্ত হয়ে যাবে। স্থানীয় এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা গেছে, সকালে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সামনে থেকে ফেনী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার তপন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন আহমদ চৌধুরী সাজেল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও সভাপতি এনামুল করিম মজুমদার বাদলের নেৃতত্বে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদের সামনে মিলিত হয়। বিক্ষোভকারীরা ফেনী-পরশুরাম ও ফুলগাজী আঞ্চলিক সড়কের বেশ কয়েকটি স্থলে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে জোটের প্রার্থী ও জাসদ নেত্রী শিরীন আখতারের মনোনয়ন বাতিলের দাবী জানান। শিরীন হটাও, ফেনী-১ আসনে আলাউদ্দীন নাসিমকে চাই এসব শ্লোগান দিয়ে রাস্তায় রাস্তায় মিছিল বের করে দলীয় নেতাকর্মীরা। ফেনী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার তপন জানান, এই এলাকার সাধারণ জনগণ শিরীন আখতারকে চায়না, সবাই চায় এই আসন থেকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে আলা উদ্দীন আহমেদ চৌধুরী নাসিমকে। আমরা ফেনী-১ আসনের সর্বস্তরের নেতাকর্মীরা শিরীন আখতারকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। অপরদিকে ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম ও যুবলীগ নেতা মিজানের নেতৃত্বে ফুলগাজী বাজারে বিক্ষোভ, মিছিল, সমাবেশ, ঝাড়– মিছিল ফেনী, পরশুরাম সড়ক অবরোধ করা হয়। অপরদিকে ছাগলনাইয়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেলের নেতৃত্ব ছাগলনাইয়ার জিরো পয়েন্টে কালো পতাকা , ঝাড়– মিছিল ও মানববন্ধন করা হয়। এসময় পৌর মেয়র বলেন, ফেনী-১ আসনে আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে মনোনয়ন না দিলে এ এলাকায় আওয়ামী পরিবারের মৃত্যু হবে। এদিকে আজ সকালে এক ফেসবুক স্ট্যাটাসে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, আমার মনোনয়নের দাবীতে রাস্তা অবরোধ, বিক্ষোভ আমার জন্য সম্মানজনক নয়। নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের আবেগের প্রতি পুর্ণসম্মান প্রদর্শনপূর্বক দলের এবং মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। তাই সবাইকে অবরোধ প্রত্যাহার করে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ