মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাংলায় বিজেপির রথযাত্রা কর্মসূচি যত এগিয়ে আসছে, ততই যেন পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে। এই পরিস্থিতিতে গতকাল সোমবার ঝাড়গ্রামের সরকারী সভায় প্রথম থেকেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির নাম না করে এদিন তিনি বলেন, ‘ওদের একদম বিশ্বাস করবেন না। ওরা দেবতাকে বিক্রি করে খায়।’
এতেই অবশ্য থেমে থাকেননি তিনি। ভোটের আগে বিজেপি এখন টাকা ছড়াবে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তবে জঙ্গলমহলে বিজেপির ভোটের পরিমাণ বৃদ্ধিতে কিছুটা হলেও চিন্তিত তিনি। তাই সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, ‘আপনাদের সব দিয়েছি। খাদ্য-শিক্ষা-বিনামূল্যে চিকিৎসা। আর ওরা এখন আসছে টাকা ছড়াতে। টাকা নিন, তবে ওদের ভোট দেবেন না।’
গোটা দেশের মতো এরাজ্যেও রামকে কেন্দ্র করেই সাধারণ মানুষের কাছে পৌঁছতে চাইছে বিজেপি। সেকথা স্মরণ করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওদের শ্রীরাম থাকলে, আমাদের দূর্গা আছে।’ আর রাজ্যের পঞ্চাশ লাখ কন্যাশ্রীকে দূর্গা উল্লেখ করে তিনি তাদের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেন। তবে জঙ্গলমহল রেশনে কোনওরকম দুর্নীতি যে তিনি মেনে নেবেন না, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে কোন অভিযোগ উঠলে তৎক্ষণাৎ কড়া ব্যবস্থা, প্রয়োজনে ডিলারদের লাইসেন্স ক্যানসেল করার কথাও বলেছেন তিনি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।