Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবন্ধীদের নিয়ে প্রথম ধারাবাহিক মায়ার বাঁধন

প্রকাশের সময় : ৪ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রতিবন্ধীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ভিন্ন ধারার ধারাবাহিক নাটক মায়ার বাঁধন। ধারাবাহিকটি ৬ মে থেকে বৈশাখী টেলিভিশনে শুরু হচ্ছে। প্রতি ২৬ পর্বে নতুন শিরোনামের গল্পে প্রথম শুরু হচ্ছে মায়ার গল্প নাটকটি। এই গল্পে দেখা যাবে রিতু ধনী পরিবারের মেয়ে। বাবার ব্যবসা দেখাশুনা করে। আনিসকে রিতু ভালোবেসে বিয়ে করেছিল। কিন্তু দু’জনের কোনো কারণে সম্পর্কটা ভালো যায় না। আলাদা হয়ে যায় দুজনে। তাদের ঘরে ৭/৮ বছরের মেয়ে মায়া। সে আবার প্রতিবন্ধী। নানা টানাপোড়নে এগুতে থাকে গল্প। কোনো পরিবারে একটি প্রতিবন্ধী সন্তান থাকলে কেমন আচরণ করা উচিৎ গল্পে তা ফুটে উঠেছে। শাহ আসিফুল আবেদের গল্প ভাবনায় নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুস্ময় সুমন। ফারস্পিড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত নাটকে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সৈয়দ হাসান ইমাম, নওশীন, মনিরা মিঠু, মম মোরশেদ, শবনম ফারিয়া, আসিফ স্বরূপ, জেরিন, প্রোনিল, হানিফ পালোয়ান ও মায়া চরিত্রের শিশু শিল্পী অহনা। সুস্ময় সুমন বলেন, বাংলাদেশে এই প্রথম অটিস্টিক শিশুদের গল্প নিয়ে একটি মেগা ধারাবাহিক নির্মিত হয়েছে। একেবারেই ভিন্নধারার কিছু গল্প এই ধারাবাহিকে ফুটে উঠবে। নাটকের প্রতি ২৬ পর্বের পর পর নতুন গল্প শুরু হবে। বিরতিহীনভাবে চলা এই ধারাবাহিকটি পরবর্তী যে গল্প শুরু হবে সেটাও অটিস্টিক বাচ্চাদের নিয়ে নির্মিত হবে। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই কাজটি করছি। এটি ৬ মে থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ৯টা ১৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিবন্ধীদের নিয়ে প্রথম ধারাবাহিক মায়ার বাঁধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ