Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট-১ আসনের নৌকার মাঝি ড. মোমেন কাল আসছেন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ৫:১৯ পিএম

আগামীকাল মঙ্গলবার সিলেট আসছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন।
দুপুর পৌনে একটায় বাংলাদেশ বিমানের বিজি-৪০১ এ তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছবেন।

সিলেট আসার পর তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন। পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠসন্তানদের শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করবেন। এরপর তিনি পর্যায়ক্রমে হযরত শাহপরান (রহ.), হযরত গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার জিয়ারত করবেন। পরে রায়নগরস্থ পারিবারিক কবরস্থান জিয়ারত করে বাসায় ফিরবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ।
এদিকে সিলেট-১ আসনে (সদর-সিটি করপোরেশন) নৌকার কান্ডারি মনোনীত হয়ে ড. মোমেনের সিলেট আগমণ উপলক্ষে বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ