Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে শাহীন আহমেদ মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকদের বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ

কেরানীগঞ্জ (ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ৪:৩০ পিএম

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ঢাকা-২ আসন থেকে দলীয় মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসুচী পালন করেছে। আজ সোমবার(২৬নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শতশত নেতা-কর্মীরা কোনখোলা উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কালিন্দী এলাকা ঘুরে আবার কোনাখোলা উপজেলা চত্বরে আসে। এসময় নেতা-কর্মীরা জিনজিরা-নবাবগঞ্জ সড়ক অবরোধ করে রাখে এবং শাহীন আহমেদকে মনোনয়ন দেয়ার দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। নেতা-কর্মীরা প্রায় আধঘন্টা সড়কটি অবরোধ করে রাখায় ওই সড়কে তীব্র যাজটের সৃষ্টি হয়। এই সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন কালিন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেন,বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আশকর আলী,শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন লিটন,কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহের আলী এবং ঢাকা জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন খোকন প্রমুখ। উর্ধতন পুলিশ কতৃপক্ষের অনুরোধে অবশেষে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধে নেতৃত্তদানকারীর একজন ঢাকা জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন খোকন জানান,ঢাকা-২ আসনের বর্তমান সংসদ সদস্য খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামকে আবারো দলীয় মনোনয়ন দেয়ায় এবং শাহীন আহমেদকে দলীয় মনোনয়ন না দেয়ায় শাহীন আহমেদের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়ে। শাহীন আহমেদ ছাড়া অন্য কারো মনোনয়ন নেতা-কর্মী ও সমর্থকরা সহজে মেনে নিতে পারছে না। দাবী মানা না হলে তাদের লাগাতার কর্মসুচী চলবে। প্রয়োজনে হরতাল কর্মসুচীসহ নেতা-কর্মীদের আ’লীগ থেকে গনপদত্যাগ করা হবে।উল্লেখ্য ঢাকা-২ আসন থেকে আ’লীগের মনোনয়ন পাওয়ার জন্য খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের মধ্যে কয়েকমাস যাবত তীব্র প্রতিদন্দিতা চলে আসছিল। ইতিপুর্বেও এই প্রভাবশালী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে কিছু কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছিল।তবে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম সমর্থকরা এখন শান্ত অবস্থায় রয়েছে। তারা কোন উস্কানীতে পা দিচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ