Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাজেদা চৌধুরীকে মনোনয়ন না দেয়ায় সড়ক অবরোধ

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ১২:২৪ পিএম

ফরিদপুরের নগরকান্দা, সালথা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে মনোনয়ন না দেয়ায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সাজেদা চৌধুরীর ছেলে লাবু চৌধুরীর নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা নগরকান্দা উপজেলা সদরের জয় বাংলা মোড়ে টায়ার জ্বালিয়ে এ অবরোধের সৃষ্টি করেন।

জানা যায়, মহাজোটের প্রার্থী জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল কে এ আসেনে প্রার্থী হিসেবে দেয়ার খবর নগরকান্দা-সালথায় প্রচার হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রতিবাদে নেমে আসেন রাস্তায়।

অবরোধের খবর পেয়ে সকাল সাড়ে ১১টায় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ সেখানে উপস্থিত হন এবং অবরোধ তুলে নেয়ার অনুরোধ করেন। সে সময় কিছু সময়ের জন্য অবরোধ শিথিল করা হলেও পরে আবার যানবাহন আটকে দেয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অতিরিক্ত পুলিশ সেখানে অবস্থান নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ