পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নির্বাচন কমিশনকে ‘একচোখা’ আচরণ পরিহার করে আসন্ন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়, অধিকাংশ রাজনৈতিক দলের আপত্তি উপেক্ষা করে ইভিএম ব্যবহারের রহস্য দেশবাসী জানতে চায়। জনমত উপেক্ষা করে চার হাজার কোটি টাকায় ইভিএম প্রকল্প ‘হালাল’ করার এ পদক্ষেপ জনগণ মেনে নেবে না। ‘জোট-মহাজোট-ফ্রন্ট নির্বাচনে প্রার্থী মনোনয়নের নামে শোডাউন, নীতি নৈতিকতাহীনভাবে দল বদল, টাকার খেলা অব্যাহত রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। কিন্তু নির্বাচন কমিশন (ইসি) নির্বিকার।
সভায় আরও বলা হয়, ইসি’র কথা ছাড়া কাজ করছে না আইন-শৃঙ্খলা বাহিনী। কিন্তু এখনও পর্যন্ত তাদের নিরপেক্ষ অবস্থান পরিষ্কার করতে পারেনি। পুলিশ দিয়ে প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের খোঁজ-খবর নেয়ার প্রবণতা বন্ধ হয়নি। কোনো কোনো মন্ত্রী, এমপিদের ক্ষমতার দাপট ও প্রশাসনকে ব্যবহার বন্ধ করা যায়নি। এ বিষয়ে সংবাদ মাধ্যমে খবর বের হলেও কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না ইসি’র। সভায় আসন্ন নির্বাচনে দেড় শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করা, বাম গণতান্ত্রিক জোটের নির্বাচনী ইশতেহারসহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিপিবির আবদুল্লাহ ক্বাফী রতন, রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বজলুর রশীদ ফিরোজ, কমিউনিস্ট লীগের মোশারেফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, মমিনুর রহমান বিশাল, বাসদ (মার্কসবাদী)’র মানস নন্দী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।