পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হয়েও নৌকার মাঝি হওয়ার স্বপ্ন দেখেছেন মাহবুবে আলম। তিনি মুন্সিগঞ্জ-২ (টঙ্গীবাড়ি ও লৌহজং) আসনে প্রার্থী হওয়ার জন্য কয়েক মাস ব্যাপক নির্বাচনী প্রচারণা চালান। পোষ্টার-লিফলেটে ছেয়ে ফেলেন দুই উপজেলার মাঠঘাট। কিন্তু তার স্বপ্ন ভেঙ্গে দিয়ে আওয়ামী লীগ ওই আসনে বেছে নিয়েছে বর্তমান এমপি সাগুফতা ইয়াসমিন এমিলিকে।
মুন্সিগঞ্জ-২ আসনে নৌকা প্রতীক পেতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা গত কয়েক মাস ধরেই সক্রিয় ছিলেন। তাকে নিয়ে বিতর্কের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগও দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। কেউ মাহবুবে আলমের পক্ষে, কেউ যায় সাবেক হুইপ এমিলির পক্ষে। তবে গতকাল দলের মনোনয়নপত্র বিতরণের সময় নৌকা প্রতীকের চিঠি পান সাগুফতা ইয়াসমিন এমিলি।
অবশ্য মাহবুবে আলম মনোনয়ন পাচ্ছেন না এই খবর গত কয়েক দিন ধরেই বাসাতে ভাসছিল। কিন্তু হাল না ছেড়ে মাহবুবে আলম সর্বচ্চো চেষ্টা করেও ব্যর্থ হন। অন্যদিকে বিএনপির ঘাটি হিসেবে পরিচিত মুন্সিগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০৮ এবং ২০১৪ সালের পাতানো নির্বাচনে নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেয়ার পর অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য কাজ করে এসেছি। তাদের পাশে থেকেছি। আশা করছি আমি দলীয় মনোনয়ন পাব। অ্যাটর্নি জেনারেল পদে থেকে নির্বাচন করতে আইনি বাধা আছে কি না তা নিয়েও বিতর্ক ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।