পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিকদল গণফোরামে আরও কয়েকজন খ্যাতিমান ও আলোচিত ব্যক্তি খুব শিগগিরই যোগদান করছেন। দলীয় এক নির্ভরযোগ্য সূত্র জানায় আগামী দু’একদিনের মধ্যে মুক্তিদ্ধের উপ-অধিনায়ক আওয়ামী লীগের সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, সাবেক সেনা প্রধান ও সেক্টর কমান্ডার হারুনুর রশিদসহ অন্তত সাবেক চারজন সেনা প্রধান গণফোরামে যোগদান করবেন। তাদের সাথে চূড়ান্ত আলোচনা হয়েছে। এরমধ্যে মুক্তিযদ্ধের উপ-অধিনায়ক এ কে খন্দকারের গতকাল আনুষ্ঠানিকভাবে যোগদানের কথা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়েছে। কারণ কয়েকজন সাবেক সেনাপ্রধানসহ তারা একত্রে যোগদান করে একটা বড় ধরনের চমক দিতে চাচ্ছেন। সূত্র জানায়, শুধু তাই নয় আওয়ামী লীগের ঘনিষ্ঠ বেশ কয়েকজন খ্যাতিমান আইনজীবীর সাথেও আলোচনা চলছে। আগামী দু’একদিনের মধ্যে খ্যাতিমান কয়েকজন আইনজীবীও আনুষ্ঠানিকভাবে গণফোরামের যোগদান করতে পারেন।
এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের আরও অনেক চমক অপেক্ষা করছে। শুধু সামরিক কর্মকর্তাই নয় আওয়ামী লীগের অনেক খ্যাতিমান নেতাও যোগদানের জন্য অপেক্ষা করছেন। আর দু’তিনদিন অপেক্ষা করুন আরও অনেক চমক দেখতে পারবেন।
এর আগে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া গণফোরামে যোগদান করে দেশবাসীকে চমকে দিয়েছেন। এরপর গণফোরামের ১০জন সামরিক কর্মকর্তা একত্রে যোগদিয়েছেন। গত ২৪ নভেম্বর সেনা বাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল (অব.) আমসা আমিন। তিনি ২০০১ সালের নির্বাচনে কুড়িগ্রাম- ২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ছিলেন। সর্বশেষ গতকাল জাতীয় প্রেসক্লাবে গণফোরামের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম গণফোরামে যোগ দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।