Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ-১০ গফরগাঁওয়ে নৌকার মাঝি বাবেল

ইনকিলাবের প্রতিবেদন সত্য হলো

গফরগাঁও থেকে মো. আতিকুল্লাহ | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ৭:১৭ পিএম

অবশেষে দৈনিক ইনকিলাবের প্রতিবেদনই সত্য হলো। ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। তিনি নৌকার মনোনয়ন পাওয়ায় গফরগাঁওজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। এমপির সমর্থকরা আনন্দ মিছিল, মিষ্টি বিতরণসহ নানা কর্মসূচি পালন করছে।
গত বছরের ৩০ অক্টোবর ইনকিলাবে ‘ময়মনসিংহ-১০, গফরগাঁওয়ে বইছে নির্বাচনী হাওয়া : নৌকার মাঝি ফাহমী গোলন্দাজ বাবেল, ধানের শীষ পেতে নবীন-প্রবীণের লড়াই’ শিরোনামে এই প্রতিনিধির একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটিতে উপজেলার রাজনীতির সার্বিক চিত্র তুলে ধারা হয়।
নৌকার দূর্গ হিসেবে পরিচিত গফরগাঁও আসনটিতে ১৯৯১ সাল থেকে ‘নৌকা’ অপরাজিত। ৯১-এর নির্বাচনে এই আসনে নৌকার জয়ের সূচনা হয়েছিল বর্তমান এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের বাবা মরহুম আলহাজ্ব আলতাফ হোসেন গোলন্দাজের হাত ধরে; যিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এই আসনে বিএনপি সাংগঠনিকভাবে এখনো অনেকটাই এলোমেলো।

সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ইনকিলাবকে বলেন, ‘গফরগাঁও এক কথায় আওয়ামী লীগের দূর্গ। আর এই দূর্গ গড়ার পেছনে আমার বাবা মরহুম আলতাফ হোসেন গোলন্দাজের অনন্য ভূমিকা রয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে বাবার মতো আমিও দলের জন্য জীবন উৎসর্গ করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার আমাকে এই আসনের জন্য আবারো যোগ্য মনে করায় গফরগাঁও এর সর্বস্তরের জনগণের পক্ষ থেকে থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রতিবারের ন্যায় আবারো এই আসনটি বিপুল ভোটে বিজয়ী হয়ে জননেত্রীকে উপহার দিতে পারবো, ইনশাআল্লাহ।

উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল বলেন ঃ গফরগাঁও উপজেলা হচ্ছে নৌকার ঘাটি । বিপুল ভোটে এখানে নৌকা প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল বিজয়ী হবে ।

উপজেলা আঃ লীগের সদস্য ৩নং চরআলগী ইউনিয়নের চেয়ারম্যান মাছুদুজ্জামান (মাসুদ) বলেন ঃ গফরগাঁও উপজেলা আওয়ামীলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠন খুবই শক্তিশালি । বিপুল ভোটে এখানে জয়ী হবে নৌকার র্প্রাথী । ‘এমপি হওয়ার পর থেকে এলাকার বিপুল উন্নয়ন করেছেন বাবেল গোলন্দাজ। এলাকার আরো উন্নয়নের জন্য তাঁকেই মানুষ ভোট দিয়ে আবার নির্বাচিত করবে।’ এবং দলের সব নেতাকর্মী তথা গফরগাঁওয়ের জনগণ ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় ধরে রাখবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ