বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সনোরা গ্রামে গতকাল রবিবার সকালে লোহার খাঁচা ফাঁদে আটকা পড়েছে একটি মেছো বাঘ।
সনোরা গ্রামের মুক্তিযোদ্ধা খন্দকার আনিসুর রহমান জানান, গত কয়েক মাস ধরে রতন মুন্সীসহ কয়েকজন খামারির হাঁস মুরগী রহস্যজনক নিখোঁজ হচ্ছিলো। খামারিরা হাস মুরগী নিখোঁজ হওয়ার বিষয়টি অনুসন্ধান করে দেখে খামারের আশপাশে এবং জঙ্গলে হাঁস মুরগীর পালকসহ হাড়-গুড় পরে রয়েছে। তারা হাস মুরগী নিখোঁজ হওয়ার রহস্য উদঘাটনের জন্য লোহার রড দিয়ে বিশেষ ধরনের ফাঁদ (খাঁচা) তৈরি করে। রাতের বেলায় সেখানে একটি মুরগী ঢুকিয়ে ফাঁদ পাতা হয়। রবিবার সকালে পাতা ফাঁদে আটকা পড়ে একটি মেছো বাঘ।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন খানের সাথে যোগাযোগ করলে তিনি মেছো বাঘ আটকের কথা নিশ্চিত করে বলেন, আটক বাঘটিকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।