Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহ-৪ আ’লীগের মনোনয়ন পেলেন আজিম আনার

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ২:০৬ পিএম

ঝিনাইদহে-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের আংশিক) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন আনোয়ারুল আজিম আনার। রোববার দুপুর ১২টা দিকে দলের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্রটি তার হাতে তুলে দেওয়া হয়। আনোয়ারুল আজিম আনার বর্তমান সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। এ সংবাদটি তার নির্বাচনী এলাকায় পৌঁছানোর পর আনন্দে মেতে উঠে নেতা-কর্মী ও সমর্থকরা। তারা তাৎক্ষনিকভাবে শহরে মিছিল বের করে । এসময় তারা একের পর এক পটকা ফুটিয়ে আনন্দ করতে থাকে। একে অপরের মিষ্টি মুখ করাতে দেখা যায়। এবার ঝিনাইদহ-৪ আসন থেকে আওয়ামীলীগের ১১ নেতা মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

দ্বিতীয়বারের মতো দলীয় মনোনয়ন পাওয়া আনোয়ারুল আজিম আনারের ব্যক্তিগত কিছু বৈশিষ্ট্যর কারণে এলাকার ভোটারদের মধ্যে জনপ্রিয় একজন নেতা হিসাবে পরিচিত। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার এলাকায় কখনো তাকে পুলিশি প্রটোকল ব্যবহার করে চলাফেরা করতে দেখা যায়নি। তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি গ্রামে কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চষে বেড়ান। একই দিনে ১০ জন মৃত ব্যক্তির জানাযায় অংশ গ্রহণ করারও রেকর্ড রয়েছে তার। সম্প্রতি কালীগঞ্জে একটি সড়ক দুর্ঘটনায় আহতদের নিয়ে নিজে এ্যাম্বুলেন্স চালিয়ে যশোর হাসপাতালে পৌঁছে দেন এরপর কাদা রাস্তার বৃষ্টির মধ্যে লাশবাহি এ্যাম্বুলেন্স চালিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে দিয়ে আলোচনায় আসেন।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সাংসদ আনোয়ারুল আজিম আনার জানান, আমার সময়ে সব থেকে বেশি উন্নয়ন হয়েছে। গত পাঁচ বছরে রাস্তা, কালভার্ট, ব্রিজ, বিদ্যুৎ, স্কুল কলেজের একাডেমিক ভবন, স্টেডিয়াম, স্কুল সরকারী করণ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ ব্যাপক উন্নয়ন করা হয়েছে। যা ইতোপূর্বে কোন সরকারের সময়ে হয়নি। ফলে আসন্ন নির্বাচনে জনগণ আবারো আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ