Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ-২ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন এমপি শরীফ আহমেদ

ফুলপুর(ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ১:৪০ পিএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর -তারাকান্দা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য শরীফ আহমেদ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি আজ রবিবার সকালে শরীফ আহমেদের হাতে দেয়া হয়েছে
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর -তারাকান্দা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন
ভাষা সৈনিক সাবেক এমপি মরহুম এম শামছুল হকের পুত্র ফুলপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বর্তমান এমপি মোঃ শরীফ আহমেদ, আওয়ামী লীগ নেতা সাবেক এমপি মোঃ. হায়াতোর রহমান খান বেলাল, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ব্যারিষ্টার আবুল কালাম আজাদ লিটন, পিএসসি’র সাবেক সদস্য ডা. সোহরাব আলী, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক জেলা আইনজীবী পরিষদের নেতা তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এড. ফজলুল হক, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক নেতা আশরাফ আলী খান, ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ্ কুতুব চৌধুরী, ফুলপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আতাউল করিম রাসেল, তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জিয়াউল হক জিয়া, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক নেতা সাজ্জাদ জাহান চৌধুরী শাহিন, ময়মনসিংহ জেলা শ্রমিক লীগ সভাপতি আফতাব উদ্দিন, ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ. রব, তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা মোঃ. শামছুল আলম রাজু, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ হাকিম সরকার, শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যক্ষ জামাল উদ্দিন ও তারাকান্দা আওয়ামী লীগ নেতা রুবেল চৌধুরী। সকল জল্পনা কল্পনার পর অবশেষে আজ রবিবার বর্তমান সংসদ সদস্য শরীফ আহমেদের হাতে দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয়। নৌকার মাঝি হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন শরীফ আহমেদ। শরীফ আহমেদকে দলীয় মনোনয়নের চিঠি দেয়ার খবর ফুলপুর -তারাকান্দায় আসার সাথে সাথে নেতা-কর্মীদের মাঝে আনন্দের বন্যা শুরু হয়। সাথে সাথে বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ