বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মীরসরাই উপজেলার বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে উৎসবমুখর আমন ধান কাটা। ফলনও খুব ভালো। গত কয়েক বছরের তুলনায় এবার বেশ ভালো ফলন হয়েছে আমনের। কিন্তু এখন ন্যায্য দাম নিয়েই শুধু শঙ্কা সর্বত্র। কৃষকরা উপযুক্ত মূল্য না পেলে তো কৃষি ব্যয় পুষিয়ে উঠতে পারবে না।
মীরসরাই উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায় এবার মীরসরাই উপজেলায় ২০ হাজার ৬ শত হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। গত বছরের তুলনায় ২০০ হেক্টর বেশী। এবার লক্ষ্যমাত্রা ৮৩ হাজার ৪ শত ৯৯ টন ধান । কৃষি বিভাগ আশা করছেন লক্ষ্যমাত্রা থেকে ও বেশী ধান কৃষকরা ঘরে তুলবেন । কারণ ভালো বৃষ্টি ও অনুকূল পরিবেশ বেশ আশাপ্রদ করেছে সবাইকে। আবার ধানের বাজার দর ও কম বলে স্বীকার করেছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি সুপারভাইজার কাজী নুরুল আলম বলেন এবার প্রতি আড়ি ( ৫ কেজি) ধান ১৮০ টাকা দাম এখন। গত বছর ছিল ২০০ থেকে ২৫০ টাকা। ইতিমধ্যে ধান কাটা শুরু হলে ও এখনো মাত্র ৫ শতাংশ ধান ঘরে উঠেছে বলে জানান কৃষি সুপারভাইজার।
মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, এবার আমনের ফলন খুব ভাল হয়েছে। ফাঁকে ফাঁকে কিছুটা বৃষ্টিপাত ও হওয়ায় ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব ছিলো না। এতে করে ফলন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পাওয়া যাচ্ছে। আমরা আশা করছি আমন আবাদের মতো ফলনেও এবার লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। তবে ন্যায্য দামের বিষয়ে তিনি বলেন বিষয়টি নিয়ে সরকারি পর্যায় থেকে কোন কর্মসূচি আছে কিনা আমরা এখনো জানি নাই। কৃষকদের জন্য সরকার হয়তো ভূর্তুকীতে আমন সংগ্রহ করতে পারে।
এই বিষয়ে মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের চাষি জসিম উদ্দিন বলেন, এবার আমাদের গ্রামের অনেক এলাকায় আমনের ভালো ফলন হয়েছে এবার। কিন্তু আবুতোরাব বাজারে এখনো ধানের দাম নিন্মমুখি। পুরো মৌসুম আসা পর্যন্ত মূল্য না বাড়লে ঋণগ্রস্থ অনেক কৃষকের মুখে হাসি ফুটবে না। খৈয়াছরা ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম বলেন দুই কানি জমিতে প্রায় ৬০ হাজার টাকা খরচ পড়ে গেছে আবাদে। এখন যদি ঘরের খোরাকী রেখে খরচের টাকার ধান ও বেচতে না পারি পরিবার নিয়ে আবার কষ্টে পড়তে হবে।
সব মিলিয়ে উপজেলার কৃষকদের ঘরে ঘরে এখন নবান্নের আনন্দের প্রহরই অপেক্ষা করছে। সবাই পিঠেপুলির প্রস্তুতি নিচ্ছে। আশা করা যাচ্ছে দু- এক সপ্তাহের মধ্যেই উঠোনে উঠোনে ধান আর শীতের পিঠা পায়েসের ধূমে মত্ত হবে সবাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।